
রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিভিন্ন প্রযুক্তি ও বিশ্লেষণমূলক বিভাগে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। সদ্য প্রকাশিত বিজ্ঞপ্তিতে কোন কোন পদে নিয়োগ হবে, যোগ্যতার পরিসর এবং পারিশ্রমিক কাঠামো কীভাবে নির্ধারিত হয়েছে, তা বিস্তারিতভাবে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্যাঙ্কে মোট ২৯টি পৃথক পদমর্যাদায় কর্মী নিয়োগ করার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ডেটা সায়েন্টিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার, এআই ও এমএল স্পেশালিস্ট, আইটি সিকিউরিটি এক্সপার্ট, নেটওয়ার্ক ও সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, অপারেশনাল রিস্ক অ্যানালিস্ট এবং ব্যাঙ্কিং ডোমেন স্পেশালিস্টের মতো দায়িত্ব রয়েছে। সব মিলিয়ে শূন্যপদের সংখ্যা ৯৩। পদতালিকা থেকে স্পষ্ট, প্রযুক্তি ও ঝুঁকি বিশ্লেষণ সংক্রান্ত ক্ষেত্রে দক্ষতার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্তদের প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিতে কাজ করতে হবে। প্রয়োজন অনুযায়ী মেয়াদ আরও দু’বছর বাড়ানো হতে পারে। কোন গ্রেডে দায়িত্ব দেওয়া হচ্ছে, তার উপর নির্ভর করে মাসিক পারিশ্রমিক ৩ লক্ষ ১০ হাজার টাকা থেকে শুরু করে সর্বাধিক ৪ লক্ষ ৮০ হাজার টাকা পর্যন্ত নির্ধারিত। নির্দিষ্ট ভাতাও এর সঙ্গে যুক্ত থাকবে।
ডেটা সায়েন্টিস্ট পদের জন্য অর্থনীতি, পরিসংখ্যান, গণিত, ডেটা সায়েন্স বা ফিন্যান্সে স্নাতকোত্তর ডিগ্রি, অথবা কম্পিউটার সায়েন্সে বিই বা বিটেক আবশ্যক। পাশাপাশি ন্যূনতম চার বছরের পেশাগত অভিজ্ঞতার শর্ত রয়েছে। অন্যান্য পদের ক্ষেত্রেও দায়িত্ব অনুযায়ী আলাদা যোগ্যতা ও অভিজ্ঞতার মানদণ্ড নির্ধারিত।
আবেদন করতে হবে রিজ়ার্ভ ব্যাঙ্কের সরকারি ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে। সংরক্ষিত শ্রেণির আবেদনমূল্য ১০০ টাকা এবং অসংরক্ষিতদের জন্য ৬০০ টাকা ধার্য করা হয়েছে। নথি যাচাইয়ের পর ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত নির্বাচন হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ৬ জানুয়ারি।

নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ, Netstudy-এর Co-Founder। সরকারি চাকরি, রাষ্ট্রায়ত্ত সংস্থা ও নিয়োগ সংক্রান্ত বিশ্বাসযোগ্য ও তথ্যভিত্তিক আপডেট শেয়ার করি।



