Primary TET 2023 Result : ২১ মাসের অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হল ২০২৩ সালের প্রাথমিক টেটের রেজ়াল্ট। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে গিয়ে এখনই দেখে নিতে পারবেন নিজের রেজ়াল্ট।
Table Of Contents
এ বার কত জন পাশ করলেন?
- পরীক্ষা দিয়েছিলেন মোট ২,৭৩,০৪৭ জন।
- পাশ করেছেন মাত্র ৬,৭৫৪ জন প্রার্থী।
সংখ্যাটা আগের বছরের তুলনায় অনেক কম। মনে রাখুন, ২০২২ সালে প্রায় ১.৫৪ লক্ষ প্রার্থী পাশ করেছিলেন, তবে পরে আইনি জটিলতায় সেই সংখ্যা নেমে আসে প্রায় ৫২ হাজারে।
কী ভাবে রেজ়াল্ট দেখবেন?
- মোবাইল/কম্পিউটার থেকে ভিজিট করুন wbbpe.wb.gov.in
- Notice Section-এ ক্লিক করুন।
- সেখানে পাবেন Final Answer Key ও Result Link।
- নিজের রোল নম্বর দিয়ে লগইন করলে রেজ়াল্ট দেখতে পারবেন।
- সঙ্গে থাকছে আপনার OMR Sheet-এর Original Copy, যাতে মিলিয়ে নিতে পারবেন দেওয়া উত্তর।
নিয়োগ কবে শুরু হবে?
পর্ষদ সূত্রে খবর, পুজো শেষ হলেই ২০২২ ও ২০২৩ সালের নিয়োগ প্রক্রিয়া একসঙ্গে শুরু হতে পারে।
- শূন্যপদের চূড়ান্ত তালিকা অর্থ দফতরে পাঠানো হয়েছে।
- ক’টি পদে নিয়োগ হবে ও আবেদন করতে হবে কিনা, সেই তথ্য শীঘ্রই জানাবে পর্ষদ।
আরও নতুন নতুন update এর জন্য আমাদের সঙ্গে থাকুন, আর সঙ্গে রাখুন netstudy.in