আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য বিভাগে একাধিক পদে কর্মী খুঁজছে প্রশাসন, আবেদনের শেষ দিন কবে?

টেলিগ্রামে যুক্ত হোন
আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য বিভাগে আটটি চুক্তিভিত্তিক পদে নিয়োগ, বয়সসীমা ৪০ বছর, আবেদন শেষ ২৯ ডিসেম্বর।

আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য বিভাগে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের জন্য সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জেলা প্রশাসনের তরফে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, বিভিন্ন প্রশাসনিক ও স্বাস্থ্য পরিষেবা সংক্রান্ত বিভাগে চুক্তিভিত্তিক কর্মী নেওয়া হবে। ইতিমধ্যে আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং নির্ধারিত পদ্ধতিতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে, ডিস্ট্রিক্ট ম্যানেজার কোয়ালিটি অ্যাশিয়োরেন্স, ডিস্ট্রিক্ট কনসালট্যান্ট কোয়ালিটি মনিটরিং, ডিস্ট্রিক্ট পিপিএম কোঅর্ডিনেটর, টিবি এইচভি, ডেন্টাল টেকনিশিয়ান, ডেন্টাল হাইজেনিস্ট, সাইকেট্রিক নার্স এবং কমিউনিটি নার্স পদে কাজের সুযোগ থাকছে। মোট শূন্যপদের সংখ্যা আটটি। প্রতিটি পদেই সংশ্লিষ্ট বিভাগের দৈনন্দিন দায়িত্ব সামলাতে হবে। সব ক’টি নিয়োগ চুক্তিভিত্তিক বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে।

পদ অনুযায়ী প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে নির্ধারিত হয়েছে। বয়সে ছাড়ের বিষয়ে আলাদা কোনও তথ্য দেওয়া হয়নি। বেতন কাঠামো অনুযায়ী, মাসিক পারিশ্রমিক ১৮ হাজার টাকা থেকে ৪০ হাজার টাকার মধ্যে হতে পারে বলে জানানো হয়েছে।

সংশ্লিষ্ট পদের জন্য নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা থাকা বাধ্যতামূলক। প্রযোজ্য ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা থাকলে গুরুত্ব পাবে। কিছু পদে অভিজ্ঞতা ছাড়া আবেদনও গ্রহণযোগ্য হতে পারে বলে বিজ্ঞপ্তিতে ইঙ্গিত দেওয়া হয়েছে।

আবেদন করতে হলে আলিপুরদুয়ার জেলার অফিসিয়াল ওয়েবসাইটে (https://alipurduar.gov.in/) গিয়ে নির্ধারিত আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। কোনও আবেদনমূল্যের কথা উল্লেখ করা হয়নি। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ নির্ধারিত হয়েছে ২৯ ডিসেম্বর।

ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করা হবে। পরীক্ষার বা ইন্টারভিউয়ের নির্দিষ্ট সময়সূচি পরে জানানো হবে। বিস্তারিত তথ্য ও শর্তাবলি অফিসিয়াল ওয়েবসাইট থেকেই পাওয়া যাবে।

See also  EIL Recruitment 2025: ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেডে ১৯টি পদে কর্মী নিয়োগ, কর্মস্থল কলকাতা ও অন্যান্য শহরে
Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *