AIIMS Kalyani Recruitment 2025: কল্যাণীর এমস-এ শিক্ষকতার সুযোগ, জানুন বিস্তারিত

টেলিগ্রামে যুক্ত হোন

aiims-kalyani-recruitment-2025-teacher-job-notification

AIIMS Kalyani Recruitment 2025: সরকারি চাকরির সুযোগ খুঁজছেন? তাহলে এই খবর আপনার জন্য। কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS Kalyani) নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কলেজ অফ নার্সিং বিভাগে গেস্ট ফ্যাকাল্টি (Guest Faculty) হিসেবে শিক্ষক নিয়োগ করা হবে।

কী যোগ্যতা লাগবে?

  • মনোবিদ্যা (Psychology) বিষয়ে স্নাতকোত্তর (Master’s Degree) থাকতে হবে।
  • অন্তত ৩ বছরের কাউন্সেলিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে।
  • যাঁদের PhD ডিগ্রি আছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • বয়সসীমা সর্বাধিক ৫০ বছর।

চাকরির বিবরণ

  • পদের নাম: গেস্ট ফ্যাকাল্টি (Psychology)
  • বিভাগ: কলেজ অফ নার্সিং, AIIMS Kalyani
  • কাজের ধরন: শিক্ষাদান ও কাউন্সেলিং
  • পারিশ্রমিক: প্রতি ক্লাস বা সেশনের জন্য ১০০০ টাকা

আবেদন প্রক্রিয়া

এই নিয়োগের আবেদন অনলাইনে ই-মেলের মাধ্যমে করতে হবে। প্রার্থীদের নির্দিষ্ট ফরম্যাটে আবেদনপত্র তৈরি করে প্রয়োজনীয় কাগজপত্রসহ পাঠাতে হবে।

যে কাগজগুলো লাগবে:

  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  • অভিজ্ঞতার প্রমাণপত্র
  • বয়সের প্রমাণ
  • ছবি

AIIMS Kalyani Recruitment 2025: এমস কল্যাণীতে ফিল্ড ইনভেস্টিগেটর নিয়োগ, কেন্দ্রীয় মন্ত্রকের অর্থায়নে গবেষণার কাজ

কীভাবে আবেদন করবেন?

  • অফিসিয়াল ওয়েবসাইটে aiimskalyani.edu.in যান।
  • “Recruitment” অংশে গিয়ে বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুন।
  • ফরম অনুযায়ী আবেদনপত্র পূরণ করুন।
  • সব নথি স্ক্যান করে বিজ্ঞপ্তিতে দেওয়া ই-মেল আইডিতে পাঠিয়ে দিন।

কবে আবেদনের শেষ তারিখ?

১৩ অক্টোবর ২০২৫ পর্যন্ত আবেদন করা যাবে। এর পর কোনও আবেদন গ্রহণ করা হবে না। তাই সময় থাকতে আবেদন করুন।

AIIMS Kalyani-এর মতো বড় প্রতিষ্ঠানে কাজের সুযোগ পাওয়া মানে অভিজ্ঞতা ও সম্মানের সঙ্গে ভালো পারিশ্রমিক। যাঁরা যোগ্য, তাঁরা এখনই আবেদন করুন!

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *