
রাজ্য সরকারি সংস্থায় কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে গেল ইঞ্জিনিয়ারদের জন্য। ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল সার্ভিসেস কর্পোরেশন লিমিটেডের পক্ষ থেকে অ্যাসিস্ট্যান্ট ও সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি মারফত জানা গিয়েছে, সিভিল ইঞ্জিনিয়ারিং শাখার মোট ১৬ জন দক্ষ কর্মীকে এই সংস্থায় নিযুক্ত করা হবে। ইচ্ছুক প্রার্থীরা অনলাইনেই এই পদের জন্য আবেদনপত্র জমা দিতে পারবেন।
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের জন্য আবেদনকারীদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রির পাশাপাশি ‘অটো ক্যাড’-এর কাজে পারদর্শী হওয়া আবশ্যিক। সেই সঙ্গে কোনও নির্মাণ প্রকল্পে অন্তত পাঁচ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। অন্যদিকে, সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকলেই আবেদন করা যাবে, তবে নির্মাণ ও রক্ষণাবেক্ষণের কাজে পূর্ব অভিজ্ঞতা থাকা জরুরি। উভয় পদের জন্যই আবেদনকারীর বয়সসীমা ৩৫ বছরের মধ্যে বেঁধে দেওয়া হয়েছে। বিশেষ শর্ত হিসেবে জানানো হয়েছে, প্রার্থীদের বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে, যা ইন্টারভিউয়ের সময় পরখ করে নেওয়া হবে।
পারিশ্রমিকের নিরিখেও এই নিয়োগ বেশ আকর্ষণীয়। অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা মাসে ৫৬,১০০ টাকা এবং সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়াররা ৩৫,৮০০ টাকা সাম্মানিক পাবেন। প্রাথমিকভাবে নির্দিষ্ট মেয়াদের চুক্তিতে নিয়োগ করা হলেও, কাজের উৎকর্ষ ও দক্ষতার নিরিখে প্রতি বছর এই চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হবে। এমনকি সন্তোষজনক কাজের ভিত্তিতে ৬০ বছর বয়স পর্যন্ত চাকরির স্থায়িত্ব পাওয়ার সুযোগ থাকছে বলে সংস্থা সূত্রে সাফ জানানো হয়েছে। কম্পিউটার বেসড টেস্ট (সিবিটি) এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া আগামী ২ জানুয়ারি থেকে শুরু হয়ে চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। সাধারণ প্রার্থীদের আবেদনমূল্য হিসেবে ২১০ টাকা জমা দিতে হবে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্যাবলি এবং অনলাইন আবেদনের লিঙ্ক পেতে প্রার্থীদের সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট www.wbmsc.gov.in নিয়মিত অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ, Netstudy-এর Co-Founder। সরকারি চাকরি, রাষ্ট্রায়ত্ত সংস্থা ও নিয়োগ সংক্রান্ত বিশ্বাসযোগ্য ও তথ্যভিত্তিক আপডেট শেয়ার করি।



