ভারতীয় রেলে ইঞ্জিনিয়ার নিয়োগ, ৩০ জুন আবেদনের শেষ দিন

টেলিগ্রামে যুক্ত হোন

southern-railway-senior-technical-associate-recruitment-2023

ভারতীয় রেলে ইঞ্জিনিয়ার নিয়োগ: প্রচুর চাকরির সুযোগ দিচ্ছে ভারতীয় রেল দপ্তর। সম্প্রতি, ভারতীয় রেল, দক্ষিণ শাখা একটি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভারতের যেকোনো নাগরিক এই পদের জন্য আবেদন করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্ত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হল।

পদের নাম: Senior Technical Associate
শূন্যপদের সংখ্যা: ১৫
কাজের স্থান:
আবেদন প্রক্রিয়া শুরু: ইতিমধ্যেই শুরু হয়েছে
শিক্ষাগত যোগ্যতা: বিশদ দেখুন
বেতন: বিশদ দেখুন
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ তারিখ: ৩০ জুন, ২০২৩

ভারতীয় রেলে ইঞ্জিনিয়ার নিয়োগ সংক্রান্ত বিবরণ:  

পদের নাম: Senior Technical Associate

মোট শূন্যপদ: ১৫ টি (UR – ৮ টি, SC – ২ টি, ST – ১ টি, OBC – ৩ টি, EWS – ১ টি)

বয়সসীমা: এই পদে আবেদন করার জন্য ২০ বছর থেকে ৩৩ বছরের মধ্যে হতে হবে। সরকারী নিয়ম অনুযায়ী SC ও ST প্রার্থীদের জন্য বিশেষ বয়সের ছাড় রয়েছে।

মাসিক বেতন: নিয়োগ স্থানের অবস্থান অনুযায়ী বেতন দেওয়া হবে। ‘Z’ Class শহরের জন্য ৩২০০০/- হাজার, ‘Y’ Class শহরের জন্য ৩৪০০০/- হাজার, ‘X’ Class শহরের জন্য ৩৭০০০/- হাজার।

শিক্ষাগত যোগ্যতা: ভারতের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম ৪ বছরের স্নাতক ডিগ্রী পাস করা প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও GATE পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য ভারতীয় রেলের অফিশিয়াল ওয়েবসাইট sr.indianrailways.gov.in -এ ভিসিট করে নির্দিষ্ট ওয়েবফর্মটি ফিল আপ করে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ সাবমিট করতে হবে। আবেদনকারীর বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নম্বর থাকা আবশ্যক।

আবেদন ফি: এই পদে আবেদন করার জন্য General প্রার্থীদের ৫০০/- টাকা জমা করতে করতে হবে। SC, ST ও Women প্রার্থীদের জন্য কোনো আবেদন ফি লাগবে না। আবেদন ফি Central Bank of India, Chennai Main Branch, Account Number No.1186402609, IFSC: CBIN0280876 এই Account – এ জমা করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৩০ জুন, ২০২৩

Official Notification: Download Now
Official Website: Apply Now

Share your love

Leave a Reply