Govt Jobs in Birbhum : বীরভূম জেলায় সরকারি চাকরির সুযোগ! রামপুরহাট স্বাস্থ্য জেলার অধীনে ডিস্ট্রিক্ট ম্যানেজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এই পদে আবেদন করতে পারবেন মেডিক্যাল বা হেলথ ম্যানেজমেন্ট বিষয়ে পড়াশোনা করা প্রার্থীরা।
Table Of Contents
কী যোগ্যতা লাগবে?
এই পদে আবেদন করার জন্য প্রার্থীর
- MBBS ডিগ্রি থাকতে হবে, অথবা
- AYUSH, নার্সিং, হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন বা হেলথ ম্যানেজমেন্টে স্নাতকোত্তর যোগ্যতা থাকতে হবে।
- সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকা জরুরি।
- বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।
চাকরির বিবরণ
- পদ: District Manager
- বিভাগ: রামপুরহাট স্বাস্থ্য জেলা, বীরভূম
- শূন্যপদ: ১টি
- বেতন: প্রতি মাসে ৪০,০০০ টাকা
- নিয়োগ পদ্ধতি: লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ
আবেদন প্রক্রিয়া
- আবেদন করতে হবে অনলাইনে।
- আবেদন ফি ১০০ টাকা, যা অনলাইনে জমা দিতে হবে।
ICAR Recruitment 2025: সিনিয়র রিসার্চ ফেলো নিয়োগ আইসিএআর-এ, আবেদন করতে পারবেন স্নাতকোত্তর প্রার্থীরা
কীভাবে আবেদন করবেন?
- অফিসিয়াল ওয়েবসাইটে www.wbhealth.gov.in যান।
- “Recruitment” বিভাগে গিয়ে বিজ্ঞপ্তিটি পড়ে নিন।
- অনলাইন ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথি আপলোড করুন।
- আবেদন ফি জমা দিয়ে সাবমিট করুন।
কবে আবেদনের শেষ তারিখ?
আবেদন করা যাবে ১৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত। এর পর আর কোনও আবেদন গ্রহণ করা হবে না। তাই সময় থাকতে আবেদন করুন।
অফিসিয়াল ওয়েবসাইট: www.wbhealth.gov.in
স্বাস্থ্য দফতরের এই চাকরিতে শুধু ভালো বেতনই নয়, সরকারি কাজের স্থিতিশীলতাও রয়েছে। যোগ্য প্রার্থীরা এখনই আবেদন করুন!