IISC Recruitment 2025: বেঙ্গালুরুর রাষ্ট্রায়ত্ত শিক্ষা প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স (IISc)-এ নতুন চাকরির সুযোগ এসেছে। এখানে ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড অ্যাপ্লায়েড ফিজ়িক্স বিভাগে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ হবে। ইঞ্জিনিয়ারিং পাশ করা প্রার্থীদের জন্য এটি দারুণ সুযোগ, গবেষণার সঙ্গে সঙ্গে কাজের অভিজ্ঞতাও পাওয়া যাবে। সরকারি প্রকল্পের এই চাকরি ভবিষ্যতে উচ্চশিক্ষা বা গবেষণার পথে বড় সহায়ক হতে পারে।
Table Of Contents
কী যোগ্যতা লাগবে?
- প্রার্থীকে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক (B.E./B.Tech) হতে হবে।
- প্রোগ্রামিং, AI / মেশিন লার্নিং, আর ডেটা কম্পিউটেশন বিষয়ে কিছুটা দক্ষতা থাকতে হবে।
- গবেষণার কাজে আগ্রহী হতে হবে এবং টিমে কাজ করতে হবে।
চাকরির বিবরণ
- পদের নাম: প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট
- বিভাগ: ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড অ্যাপ্লায়েড ফিজ়িক্স, IISc বেঙ্গালুরু
- চাকরির ধরন: চুক্তিভিত্তিক (১–২ বছর)
- বেতন: প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী সম্মানী দেওয়া হবে।
- কাজ: ইনস্ট্রুমেন্টেশন ও ডেটা-ভিত্তিক গবেষণা প্রকল্পে সহায়তা করা।
আবেদন প্রক্রিয়া
- আবেদন শুধুমাত্র ই-মেল মারফত অনলাইনে করতে হবে।
- আবেদন করার সময় বায়োডাটা (CV), শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, অভিজ্ঞতার বিস্তারিত তথ্য দিতে হবে।
- নির্বাচিত প্রার্থীদের পরবর্তী ধাপে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।
কীভাবে আবেদন করবেন?
- নিজের সিভি (CV) ও প্রয়োজনীয় ডকুমেন্ট তৈরি করুন।
- IISc-এর অফিসিয়াল ইমেল ঠিকানায় মেল পাঠান (বিজ্ঞপ্তিতে দেওয়া ঠিকানায়)।
- মেলের সাবজেক্ট লাইনে লিখুন: “Application for Project Assistant – IAP”
- নির্ধারিত সময়ের মধ্যে আবেদন পাঠিয়ে দিন।
অফিসিয়াল ওয়েবসাইট: iisc.ac.in
কবে আবেদনের শেষ তারিখ?
- শেষ তারিখ: ১৫ অক্টোবর ২০২৫
- এর পর পাঠানো আবেদন আর গ্রহণ করা হবে না।
ইঞ্জিনিয়ারিং পাশ করা যাঁরা গবেষণায় আগ্রহী, তাঁদের জন্য এটি এক দারুণ সুযোগ। এখনই আবেদন করুন, আর আপনার গবেষণার চাকরি শুরু করুন!