WBSU Recruitment 2025 : রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয় ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি (WBSU)-তে ম্যালেরিয়া নিয়ে গবেষণার জন্য গবেষক নিয়োগ করা হবে। কেন্দ্রীয় সরকারের ডিপার্টমেন্ট অফ বায়োটেকনোলজি (DBT)-র অর্থপুষ্ট প্রকল্পে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যাঁরা লাইফ সায়েন্সেসের শিক্ষার্থী এবং গবেষণার প্রতি আগ্রহী, তাঁদের জন্য এটি একটি বড় সুযোগ।
Table Of Contents
কী যোগ্যতা লাগবে?
এই পদে আবেদন করতে হলে প্রার্থীদের জুলজি, মাইক্রোবায়োলজি, ফিজ়িয়োলজি বা বায়োটেকনোলজি বিষয়ে স্নাতকোত্তর (M.Sc.) হতে হবে। পাশাপাশি, ইউজিসি নেট বা সিএসআইআর-ইউজিসি নেট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা:
- ম্যালেরিয়া বা সমতুল রোগ নিয়ে গবেষণার পূর্ব অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
বয়সসীমা:
- প্রার্থীদের বয়স সর্বাধিক ৩২ বছর হতে হবে।
চাকরির বিবরণ
এই নিয়োগ হবে প্রজেক্ট অ্যাসোসিয়েট (Project Associate) পদে। গবেষণার কাজ চলবে ম্যালেরিয়া প্রতিরোধ এবং জীবাণু সংক্রান্ত বিশ্লেষণ বিষয়ক DBT-র অর্থপুষ্ট প্রকল্পে।
- পদের সংখ্যা: ১
- চুক্তির মেয়াদ: ১ বছর (Contractual)
- বেতন: প্রতি মাসে ৩১,০০০ টাকা সঙ্গে বাড়িভাড়ার ভাতা (HRA) প্রাপ্য
আবেদন প্রক্রিয়া
- এই চাকরির জন্য শুধুমাত্র অনলাইনে আবেদন গ্রহণ করা হবে।
- প্রার্থীদের নিজের যোগ্যতার সনদ, অভিজ্ঞতার নথি, ও অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আবেদন ফর্মের সঙ্গে জমা দিতে হবে।
কীভাবে আবেদন করবেন?
- অফিসিয়াল ওয়েবসাইট: www.wbsu.ac.in
- “Recruitment/Notice” বিভাগে গিয়ে Project Associate (Malaria Research) বিজ্ঞপ্তিতে ক্লিক করুন।
- বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নির্ধারিত ফরম্যাটে আবেদন করুন।
- আবেদনপত্রে সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করুন এবং প্রয়োজনীয় নথি সংযুক্ত করুন।
কবে আবেদনের শেষ তারিখ?
- শেষ তারিখ: ২৪ অক্টোবর ২০২৫
বাছাই করা প্রার্থীদের অফলাইনে বা অনলাইনে ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে নেওয়া হবে।
অফিসিয়াল ওয়েবসাইট
বিস্তারিত জানতে এবং আবেদন করতে ভিজিট করুন: www.wbsu.ac.in
গবেষণার ক্ষেত্রের প্রতি আগ্রহী স্নাতকোত্তর প্রার্থীদের জন্য এটি একটি দুর্দান্ত সুযোগ। সরকারি বিশ্ববিদ্যালয়ের অধীনে কাজের অভিজ্ঞতা এবং কেন্দ্রীয় প্রকল্পে যুক্ত হওয়ার সম্ভাবনা দুই-ই মিলবে এই পদে। যোগ্য প্রার্থীরা এখনই আবেদন করুন এবং ২৪ অক্টোবরের আগেই ফর্ম জমা দিন!





[…] […]