WBCSSC Group D Recruitment 2025: পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBCSSC) এবার রাজ্যের সরকারি ও সরকার পরিচালিত স্কুলে গ্রুপ-ডি পদে ৫,৪৮৮ জন কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি (notic) প্রকাশিত হয়েছে। পাশাপাশি গ্রুপ-সি ক্লার্ক পদেও ২,৯৮৯ জন কর্মী দরকার।মাধ্যমিক বা অষ্টম শ্রেণি উত্তীর্ণ প্রার্থীরাও এবার সরকারি চাকরিতে আবেদন করতে পারবে।
Table Of Contents
কী যোগ্যতা লাগবে?
- গ্রুপ-সি ক্লার্ক পদ: মাধ্যমিক (10th) বা সমতুল পরীক্ষা উত্তীর্ণ।
- গ্রুপ-ডি পদ: অষ্টম শ্রেণি উত্তীর্ণ।
- বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের বয়সের ছাড় আছে।
চাকরির বিবরণ
- প্রতিষ্ঠান: পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন (WBCSSC)
- পদ: গ্রুপ-সি ক্লার্ক ও গ্রুপ-ডি কর্মী
- শূন্যপদ: গ্রুপ-সি: ২,৯৮৯, গ্রুপ-ডি: ৫,৪৮৮
- কর্মস্থল: রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুল
- বেতন: সরকারি নিয়ম অনুযায়ী
- নিয়োগ প্রক্রিয়া: লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ
আবেদন প্রক্রিয়া
- প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
- আবেদন ফি: সাধারণ প্রার্থী – ৪০০ টাকা, তফসিলি জাতি/জনজাতি – ১৫০ টাকা।
- নির্বাচনের ধাপ: লিখিত পরীক্ষা → ইন্টারভিউ → ওয়েটিং লিস্ট।
- তালিকার মেয়াদ: প্রথম কাউন্সেলিং থেকে ১ বছর, প্রয়োজনে আরও ৬ মাস।
কীভাবে আবেদন করবেন?
- অফিসিয়াল ওয়েবসাইট: WBCSSC Official Website এ যেতে হবে।
- অনলাইনে ফরম পূরণ করুন ও প্রয়োজনীয় নথি আপলোড করুন।
- ফি জমা দিয়ে আবেদন নিশ্চিত করুন।
EMRS Recruitment 2025: একলব্য মডেল স্কুলে ৭,২৬৭ জন শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ, শেষ তারিখ ২৩ অক্টোবর
কবে আবেদনের শেষ তারিখ?
- আবেদন শুরু: ৩ নভেম্বর ২০২৫
- শেষ তারিখ: ৩ ডিসেম্বর ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত
- পরীক্ষার তারিখ পরে কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত হবে।
যোগ্য প্রার্থীরা এখনই আবেদন করুন। রাজ্যের স্কুলে সরকারি চাকরির এই সুযোগ হাতছাড়া করবেন না।