শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে ট্রেনি পাইলট নিয়োগ, কলকাতা ডক সিস্টেম ও হলদিয়া কমপ্লেক্সে কাজের সুযোগ

টেলিগ্রামে যুক্ত হোন
syama-prasad-mookerjee-port-trainee-pilot-recruitment-kolkata-haldia

শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে চুক্তিভিত্তিক নিয়োগের সুযোগ এসেছে। পোর্ট কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটে বুধবার প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, কলকাতা ডক সিস্টেম এবং হলদিয়া ডক কমপ্লেক্সে কাজের জন্য ট্রেনি পাইলট বা শিক্ষানবিশ নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রশাসনিক দফতরের অভিজ্ঞ মহলের মতে, সাম্প্রতিক সময়ে পোর্ট সেক্টরে এই ধরনের প্রশিক্ষণমূলক নিয়োগ খুব ঘন ঘন দেখা যায় না। সেই কারণেই বিজ্ঞপ্তিটি সংশ্লিষ্ট মহলে আলাদা গুরুত্ব পাচ্ছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই নিয়োগটি পরিচালিত হবে Syama Prasad Mookerjee Port–এর অধীনে। পোর্টের মেরিন বিভাগে কাজ শেখার সুযোগ পাবেন নির্বাচিত প্রার্থীরা। চুক্তিভিত্তিক এই প্রক্রিয়ায় মোট দু’জন ট্রেনি পাইলট নিয়োগ করা হবে। বাস্তব অভিজ্ঞতায় বোঝা যায়, এই ধরনের পদে প্রাথমিক প্রশিক্ষণ পর্বে কাজের দক্ষতা ও শৃঙ্খলা ভবিষ্যৎ মূল্যায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়।

See also  মিউনিসিপ্যাল সার্ভিসে নিয়োগের বড় ঘোষণা! নতুন বছরেই কি সরকারি চাকরির স্বপ্ন পূরণ হবে? জানুন আবেদনের খুঁটিনাটি

যোগ্যতার ক্ষেত্রে শর্ত যথেষ্ট নির্দিষ্ট। প্রার্থীদের নটিক্যাল সায়েন্সে বিএসসি ডিগ্রি অথবা ফরেন গোয়িং শিপ সেকেন্ড মেট, ড্রেজ মেট গ্রেড ১, ফরেন গোয়িং শিপ ফার্স্ট মেট, ড্রেজ মেট গ্রেড ২, ফরেন গোয়িং শিপ মাস্টার কিংবা ড্রেজ মাস্টার গ্রেড ১ যোগ্যতার মধ্যে অন্তত একটি থাকতে হবে। বিশেষ করে মেরিন সেক্টরে আগে প্রশিক্ষণ বা কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন যাচাইয়ের সময় তা গুরুত্ব পেতে পারে।

বয়সসীমা শিক্ষাগত যোগ্যতার উপর নির্ভর করে আলাদা আলাদা ভাবে নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ২৫, ৩০, ৩৫ অথবা ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় প্রযোজ্য হবে।

কীভাবে আবেদন করবেন?

এই নিয়োগের ক্ষেত্রে আবেদন প্রক্রিয়া অফলাইনে সম্পন্ন করতে হবে। বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দিষ্ট ফরম্যাটে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথির সঙ্গে তা বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানায় পাঠাতে হবে। আগের নিয়োগ প্রক্রিয়ায় দেখা গেছে, নথিতে সামান্য অসঙ্গতি থাকলেও আবেদন বাতিল হয়ে যেতে পারে। তাই আবেদন পাঠানোর আগে সব কাগজপত্র ভালোভাবে মিলিয়ে নেওয়াই নিরাপদ।

See also  আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য বিভাগে একাধিক পদে কর্মী খুঁজছে প্রশাসন, আবেদনের শেষ দিন কবে?

৭ ফেব্রুয়ারি আবেদনের শেষ তারিখ। শেষ তারিখের পর লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের নির্বাচন করা হবে। পাশাপাশি অভিজ্ঞদের পরামর্শ, শেষের দিকে আবেদন পাঠালে ডাক বা কুরিয়ার দেরিতে পৌঁছনোর ঝুঁকি থাকে। সে কারণে আগেভাগেই আবেদন পাঠানোই ভালো।

পরিশেষে, এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত শর্ত, যোগ্যতার ব্যাখ্যা এবং আবেদন সংক্রান্ত সমস্ত নির্দেশিকা জানতে শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত মূল বিজ্ঞপ্তিটি আবেদন করার আগে সম্পূর্ণ পড়ে নেওয়াই বুদ্ধিমানের।

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *