SBI Recruitment 2025 : দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-তে আবারও কর্মী নিয়োগের সুযোগ। সম্প্রতি ব্যাঙ্কের তরফে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিভিন্ন উচ্চপদে কর্মী নেওয়া হবে দেশের বিভিন্ন শাখায়। যারা স্থায়ী ও ভালো বেতনের চাকরি খুঁজছেন, তাঁদের জন্য এটি বড় সুযোগ।
Table Of Contents
কী যোগ্যতা লাগবে?
- স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় নিয়োগ করা হবে নিচের পদগুলিতে —
- অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (Product & Research – Forex & Rupee Derivatives)
- ম্যানেজার (Product & Research – Forex & Rupee Derivatives)
- ম্যানেজার (Research Analyst)
- ডেপুটি ম্যানেজার (Economist)
শিক্ষাগত যোগ্যতা
- ডেপুটি ম্যানেজার (Economist) পদের জন্য প্রার্থীদের অর্থনীতি / ইকোনোমেট্রিক্স / ফিন্যানশিয়াল ইকোনমিক্স / ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স বিষয়ে ন্যূনতম ৬০% নম্বরসহ স্নাতকোত্তর হতে হবে।
- অন্যান্য পদগুলির জন্য প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
অভিজ্ঞতা
- অন্তত ১ বছরের রিসার্চ বা অ্যানালিটিক্স সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- যাঁদের পিএইচডি ডিগ্রি রয়েছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।
চাকরির বিবরণ
- মোট শূন্যপদ: ১০টি
- কর্মস্থল: মুম্বই সহ দেশের অন্যান্য শহর
- পদ: নির্বাচিত প্রার্থীদের বিভিন্ন বিভাগের প্রোডাক্ট রিসার্চ, ফরেক্স, ডেরিভেটিভস এবং ইকোনমিক অ্যানালিসিস সংক্রান্ত দায়িত্ব দেওয়া হবে।
- বেতন: পদ অনুযায়ী মাসিক বেতন ১ লক্ষ টাকারও বেশি হতে পারে, সঙ্গে থাকবে অতিরিক্ত ভাতা ও প্রণোদনা।
- নিয়োগের ধরন: স্থায়ী ভিত্তিতে (Regular basis)
আবেদন প্রক্রিয়া
এই নিয়োগের জন্য আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। প্রার্থীদের SBI-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং নির্দিষ্ট আবেদনমূল্য ৭৫০ টাকা জমা দিতে হবে (সংরক্ষিত শ্রেণির ক্ষেত্রে ফি মাফ)।
কীভাবে আবেদন করবেন?
- অফিসিয়াল ওয়েবসাইটে sbi.co.in/careers যান।
- “Current Openings” সেকশনে গিয়ে SBI Recruitment 2025 বিজ্ঞপ্তি নির্বাচন করুন।
- অনলাইনে ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথি আপলোড করুন।
- আবেদন ফি অনলাইনে জমা দিন এবং সাবমিট করুন।
WBSU Recruitment 2025 : ম্যালেরিয়া নিয়ে গবেষণার জন্য গবেষক নিয়োগ, কীভাবে আবেদন করবেন?
কবে আবেদনের শেষ তারিখ?
শেষ তারিখ: ২৮ অক্টোবর ২০২৫
ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করা হবে। নির্বাচিতদের পরবর্তী ধাপের তথ্য ইমেল বা ওয়েবসাইটে জানানো হবে।
অফিসিয়াল ওয়েবসাইট
বিস্তারিত জানতে ও আবেদন করতে ভিজিট করুন: https://sbi.co.in/careers
যাঁরা অর্থনীতি বা ব্যাংকিং ক্ষেত্রের পেশাদার, তাঁদের জন্য এটি এক দুর্দান্ত সুযোগ। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে উচ্চপদে কাজের অভিজ্ঞতা ও আকর্ষণীয় বেতন দুটিই মিলবে এই নিয়োগে। যোগ্য প্রার্থীরা এখনই আবেদন করুন এবং ২৮ অক্টোবরের আগেই ফর্ম জমা দিন!




