RRC Apprenticeship Training 2025: ভারতীয় রেলে শিক্ষানবিশ নিয়োগ, কারা পাবেন সুযোগ?

টেলিগ্রামে যুক্ত হোন RRC Apprenticeship Training 2025: আইটিআই পাশ করেছেন? তাহলে আপনার জন্য দারুন খবর। ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট সেল (RRC) উত্তর-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জায়গায় শিক্ষানবিশ (Apprentice) নিয়োগ দিচ্ছে। এই পদে মোট ৮৯৮ জন প্রার্থীকে এক বছরের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে। এটা স্থায়ী চাকরি নয়, তবে রেলের মতো বড় প্রতিষ্ঠানে কাজ শেখার দারুণ সুযোগ। প্রশিক্ষণের সময় রেলের … Continue reading RRC Apprenticeship Training 2025: ভারতীয় রেলে শিক্ষানবিশ নিয়োগ, কারা পাবেন সুযোগ?