মাসিক সাম্মানিক লক্ষাধিক টাকা! রেলের সংস্থা রাইটস-এ বড় পদের নিয়োগ, আবেদনের শর্ত জানেন কি?

টেলিগ্রামে যুক্ত হোন
rites-limited-general-manager-recruitment-2026

রেল মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন রাষ্ট্রায়ত্ত সংস্থা রাইটস লিমিটেডে (RITES) উচ্চপদস্থ আধিকারিক নিয়োগের তোড়জোড় শুরু হয়েছে। সংস্থার হিউম্যান রিসোর্স (HR) এবং সিভিল মেরিন স্ট্রাকচার বিভাগে ‘ম্যানেজেরিয়াল’ স্তরে কর্মসংস্থানের এই নতুন সুযোগ তৈরি হয়েছে। বিজ্ঞপ্তি মারফত জানা গিয়েছে, গ্রুপ জেনারেল ম্যানেজার এবং ডেপুটি জেনারেল ম্যানেজার পদে দক্ষ পেশাদারদের নিয়োগ করা হবে। ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমেই তাঁদের আবেদনপত্র জমা দিতে পারবেন। পদের গুরুত্ব অনুযায়ী নিযুক্তদের দেশের যে কোনও প্রান্তে পোস্টিং দেওয়া হতে পারে বলে সাফ জানানো হয়েছে।

পারিশ্রমিকের নিরিখে এই পদগুলি বর্তমান বাজারের তুলনায় অত্যন্ত আকর্ষণীয়। গ্রুপ জেনারেল ম্যানেজার পদের জন্য মাসিক সাম্মানিক ১,২০,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২,৮০,০০০ টাকা পর্যন্ত হতে পারে। অন্যদিকে, ডেপুটি জেনারেল ম্যানেজার পদের বেতনক্রম ৭০,০০০ থেকে ২,০০,০০০ টাকা ধার্য করা হয়েছে। প্রাথমিকভাবে নিযুক্ত প্রার্থীদের এক বছরের জন্য ‘প্রোবেশন’ বা পর্যবেক্ষণমূলক সময়সীমায় রাখা হবে। এই সময়ে তাঁদের কর্মদক্ষতা বিচার করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে সংস্থা সূত্রে খবর।

See also  রাজ্যের মেডিক্যাল পরিষেবা সংস্থায় ইঞ্জিনিয়ার নিয়োগ, বাংলা জানলেই কেল্লাফতে! আবেদনের শর্ত জানেন?

যোগ্যতার ক্ষেত্রে অভিজ্ঞতায় বিশেষ জোর দেওয়া হয়েছে। ডেপুটি জেনারেল ম্যানেজার (সিভিল মেরিন স্ট্রাকচার) পদের জন্য আবেদনকারীকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হওয়ার পর মেরিন স্ট্রাকচার বা ওশান ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর হতে হবে। সেই সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত ১১ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। বয়সসীমার ক্ষেত্রেও নির্দিষ্ট গণ্ডি বেঁধে দেওয়া হয়েছে; জেনারেল ম্যানেজার পদের জন্য অনূর্ধ্ব ৫৩ বছর এবং ডেপুটি জেনারেল ম্যানেজার পদের জন্য ৪১ বছরের মধ্যে বয়স হওয়া বাঞ্ছনীয়। যোগ্য প্রার্থীদের মেধা যাচাইয়ের জন্য লিখিত পরীক্ষা এবং সরাসরি ইন্টারভিউয়ের আয়োজন করা হবে।

আগ্রহী প্রার্থীদের আগামী ২৭ জানুয়ারি মধ্যে রাইটস-এর অফিশিয়াল পোর্টালে গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অসংরক্ষিত প্রার্থীদের জন্য আবেদনমূল্য হিসেবে ৬০০ টাকা এবং সংরক্ষিত শ্রেণির জন্য ৩০০ টাকা ধার্য করা হয়েছে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্যাবলি এবং আবেদনের খুঁটিনাটি জানতে প্রার্থীদের সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট www.rites.com নিয়মিত অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *