
স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীদের জন্য কেন্দ্রীয় সরকারি সংস্থায় কর্মসংস্থানের বড় সুযোগ তৈরি হয়েছে। কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল টেস্ট হাউস (NTH) ২৫ জন ‘ইয়ং প্রফেশনাল’ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সোমবার সংস্থার তরফে জানানো হয়েছে, সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, নির্বাচিত প্রার্থীদের কলকাতা, গুয়াহাটি, মুম্বই এবং চেন্নাইয়ের মতো দেশের গুরুত্বপূর্ণ শহরগুলিতে কাজ করার সুযোগ মিলবে।
সংস্থায় মূলত সিনিয়র এবং জুনিয়র ইয়ং প্রফেশনাল – এই দুটি বিভাগে কর্মী নেওয়া হচ্ছে। সিনিয়র পদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৩৮ বছর এবং জুনিয়র পদের ক্ষেত্রে ৩৫ বছর ধার্য করা হয়েছে। তবে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য বয়সের বিশেষ শিথিলতা বজায় থাকবে। প্রাথমিকভাবে এক বছরের চুক্তিতে নিয়োগ করা হলেও, প্রার্থীর কর্মদক্ষতার নিরিখে এই মেয়াদ বাড়িয়ে চার বছর পর্যন্ত করা হতে পারে বলে সংস্থার তরফে জানানো হয়েছে।
পারিশ্রমিকের নিরিখেও আকর্ষণীয় প্রস্তাব রাখা হয়েছে। সিনিয়র ইয়ং প্রফেশনাল পদে নিযুক্তরা মাসে ৭০,০০০ টাকা এবং জুনিয়র পদের জন্য ৪০,০০০ টাকা সাম্মানিক পাওয়া যাবে। পরবর্তীকালে চুক্তির মেয়াদ বৃদ্ধি পেলে প্রতি বছর সাম্মানিকের পরিমাণ ৫,০০০ টাকা করে বাড়ানো হবে। টেকনিক্যাল সিভিল বিভাগে আবেদনের জন্য প্রার্থীদের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিই বা বিটেক ডিগ্রি থাকার পাশাপাশি ন্যূনতম এক বছরের পেশাগত অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। অন্যান্য বিভাগের জন্য যোগ্যতার ভিন্ন ভিন্ন মাপকাঠি রয়েছে যা মূল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ইচ্ছুক প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত নির্দিষ্ট ই-মেল আইডিতে জীবনপঞ্জি বা সিভি ও প্রয়োজনীয় নথিপত্র পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে। ১৮ জানুয়ারির পর আর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না বলে সাফ জানানো হয়েছে। কেবল প্রাথমিক বাছাই সম্পন্ন হওয়া প্রার্থীদেরই ইন্টারভিউয়ের জন্য তলব করা হবে।
আবেদনের শেষ তারিখ আগামী ১৮ জানুয়ারি। এই নিয়োগ সংক্রান্ত সবিস্তার তথ্য এবং আবেদনের ফর্ম্যাট জানতে আগ্রহীদের সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট www.nth.gov.in নিয়মিত অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ, Netstudy-এর Co-Founder। সরকারি চাকরি, রাষ্ট্রায়ত্ত সংস্থা ও নিয়োগ সংক্রান্ত বিশ্বাসযোগ্য ও তথ্যভিত্তিক আপডেট শেয়ার করি।



