মুর্শিদাবাদ স্বাস্থ্য দফতরে নিয়োগ শুরু, কোন পদে কত শূন্যপদ এবং কীভাবে আবেদন করবেন ?

টেলিগ্রামে যুক্ত হোন
murshidabad-health-department-contractual-recruitment-2026

মুর্শিদাবাদ জেলার স্বাস্থ্য দফতরে চুক্তিভিত্তিক নিয়োগের সুযোগ এসেছে। জেলা প্রশাসনের অফিসিয়াল ওয়েবসাইটে সম্প্রতি এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অফিসার অফ দ্য চিফ মেডিক্যাল অফিসার অফ হেলথের দফতরের অধীনে একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। প্রশাসনিক দফতরের অভিজ্ঞ মহলের মতে, জেলা স্তরে স্বাস্থ্য পরিষেবা জোরদার করার লক্ষ্যেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট পদে একটি শূন্যপদ রয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই পদে মাসিক সম্মানী নির্ধারিত হয়েছে ১৮ হাজার টাকা। পাশাপাশি ডেন্টাল সার্জেন পদে একটি শূন্যপদ রয়েছে, যেখানে সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রি আবশ্যক এবং সম্মানী মাসে ৪২ হাজার টাকা।

ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট পদে একটি শূন্যপদ রয়েছে। মাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগে কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে। এই পদে মাসিক সম্মানী ১০ হাজার টাকা। অন্যদিকে স্টাফ নার্স পদে মোট ২১টি শূন্যপদ রয়েছে। নার্সিংয়ে ডিগ্রিধারীরা এই পদে আবেদন করতে পারবেন এবং মাসিক সম্মানী ২৫ হাজার টাকা নির্ধারিত। মেডিক্যাল অফিসার পদে চারটি শূন্যপদ রয়েছে, যেখানে এমবিবিএস ডিগ্রি আবশ্যক এবং মাসিক সম্মানী ৬০ হাজার টাকা।

See also  Goverment Job for Graduates 2025 : রাজ্য সরকারি হাসপাতালে চাকরি! বাংলায় দক্ষ প্রার্থীদের জন্য দারুণ সুযোগ

এই সব কটি পদই চুক্তিভিত্তিক। প্রাথমিকভাবে কাজের মেয়াদ এক বছর হলেও প্রয়োজন অনুযায়ী মেয়াদ বাড়তে পারে। আগের নিয়োগ প্রক্রিয়ায় দেখা গেছে, নথি যাচাইয়ের ক্ষেত্রে সামান্য ত্রুটি থাকলেও আবেদন বাতিল হতে পারে। তাই আবেদন করার আগে কাগজপত্র ভালোভাবে মিলিয়ে নেওয়াই নিরাপদ।

কী ভাবে আবেদন করবেন?

আবেদন করতে হলে মুর্শিদাবাদ জেলার প্রশাসনিক ওয়েবসাইটে গিয়ে হোমপেজের রিক্রুটমেন্ট বিভাগ থেকে সংশ্লিষ্ট বিজ্ঞপ্তি দেখতে হবে। বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশিকা অনুযায়ী আবেদনপত্র ও প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ২৮ জানুয়ারি রাত ১২টা। পরিশেষে বলা যায়, আবেদন করার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ পড়ে নেওয়াই বুদ্ধিমানের।

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *