
অর্থনীতি বা আন্তর্জাতিক সম্পর্কের মতো বিষয়ে উচ্চশিক্ষা সম্পন্নকারীদের জন্য কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকে কর্মসংস্থানের এক অনন্য সুযোগ তৈরি হয়েছে। মন্ত্রকের প্রশাসনিক বিভাগে ‘সিনিয়র পলিসি স্পেশ্যালিস্ট’ পদে দক্ষ পেশাদার নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। বিজ্ঞপ্তি মারফত জানা গিয়েছে, বর্তমানে এই উচ্চপদস্থ কাজের জন্য দু’টি শূন্যপদ রয়েছে। সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে এই নিয়োগ সম্পন্ন হবে। প্রাথমিকভাবে এক বছরের চুক্তিতে কাজ শুরু হলেও, পরবর্তীকালে কাজের উৎকর্ষতা ও প্রয়োজনীয়তার নিরিখে এই সময়সীমা বৃদ্ধির সম্ভাবনা থাকছে।
আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক আইন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন কিংবা লেবার ইকোনমিক্সের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে উচ্চশিক্ষিত হতে হবে। পুঁথিগত বিদ্যার পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। বিশেষত আন্তর্জাতিক স্তরের কূটনৈতিক বৈঠক বা প্রশাসনিক ক্ষেত্রে পরামর্শদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা থাকলে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া যাবে।
এই মর্যাদাপূর্ণ পদের জন্য যোগ্য আবেদনকারীদের বয়সসীমা অনূর্ধ্ব ৪৫ বছর ধার্য করা হয়েছে। তবে সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এই পদের সাম্মানিক। নিযুক্ত ব্যক্তিদের জন্য প্রতি মাসে ২ লক্ষ ৭৫ হাজার টাকা পারিশ্রমিক হিসেবে বরাদ্দ করা হয়েছে। মেধাতালিকা অনুযায়ী বাছাই করা প্রার্থীদের লিখিত পরীক্ষা অথবা সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্যতা যাচাই করে চূড়ান্ত নিয়োগপত্র দেওয়া হবে বলে সাফ জানানো হয়েছে।
আগ্রহী প্রার্থীদের আগামী ১৬ জানুয়ারির মধ্যে ই-মেল অথবা ডাকযোগে নির্দিষ্ট ফরম্যাটে আবেদনপত্র জমা দিতে হবে। এই নিয়োগ সংক্রান্ত সবিস্তার তথ্য ও শর্তাবলি জানতে প্রার্থীদের বিদেশ মন্ত্রকের অফিশিয়াল ওয়েবসাইট www.mea.gov.in নিয়মিত অনুসরণ করতে হবে।

নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ, Netstudy-এর Co-Founder। সরকারি চাকরি, রাষ্ট্রায়ত্ত সংস্থা ও নিয়োগ সংক্রান্ত বিশ্বাসযোগ্য ও তথ্যভিত্তিক আপডেট শেয়ার করি।



