ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর তালিকা

টেলিগ্রামে যুক্ত হোন

list-of-international-airports-in-india

ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর তালিকা: আজকে আমরা আলোচনা করবো, ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর তালিকা নিয়ে।ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর সংক্রান্ত কিছু প্রশ্ন উত্তর পরীক্ষাতে আসে যেমন দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দরের নাম কি?। আশা করি সাধারণ জ্ঞানের প্ৰশ্ন উত্তর গুলি আপনাদের বিভিন্ন সরকারি ও বেসরকারি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।


ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর তালিকা

নং বিমানবন্দর অবস্থান
1 ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর মুম্বাই, মহারাষ্ট্র
2 কেম্পেগোওদা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যাঙ্গালোর, কর্ণাটক
3 চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর চেন্নাই, তামিলনাড়ু
4 নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর কোলকাতা, পশ্চিমবঙ্গ
5 চৌধুরী চরণসিং আন্তর্জাতিক বিমানবন্দর লখনউ, উত্তরপ্রদেশ
6 শ্রী গুরু রাম দাস জি আন্তর্জাতিক বিমানবন্দর অমৃতসর, পাঞ্জাব
7 বিশাখাপত্তনম আন্তর্জাতিক বিমানবন্দর বিশাখাপত্তম, অন্ধ্রপ্রদেশ
8 কুন্নুর আন্তর্জাতিক বিমানবন্দর কুন্নুর, কেরালা
9 স্বামী বিবেকানন্দ আন্তর্জাতিক বিমানবন্দর রায়পুর ছত্তিসগড়
10 সুরাট আন্তর্জাতিক বিমানবন্দর সুরাট, গুজরাট
11 দেবী অহল্যা বাই হলকার আন্তর্জাতিক বিমানবন্দর ইন্দোর, মধ্যপ্রদেশ
12 কোচিন আন্তর্জাতিক বিমানবন্দর কোচি, কেরালা
13 সর্দার বল্লভ ভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর আহমেদাবাদ, গুজরাট
14 ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর দিল্লী
15 ডাবলম বিমানবন্দর গোয়া
16 পুনে আন্তর্জাতিক বিমানবন্দর পুনে, মহারাষ্ট্র
17 তিরুবন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দর তিরুবন্তপুরম, কেরালা
18 কোয়েম্বাটুর আন্তর্জাতিক বিমানবন্দর কোয়েম্বাটুর, তামিলনাড়ু
19 কালিকুট আন্তর্জাতিক বিমানবন্দর কালিকুট, কেরালা
20 বিজু পটনায়েক আন্তর্জাতিক বিমানবন্দর ভুবেনশ্বর, উড়িষ্যা
21 লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর গৌহাটি, আসাম
22 লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দর বারাণসী, উত্তরপ্রদেশ
23 রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর হায়দ্রাবাদ, তেলেঙ্গানা
24 তিরুচিরাপল্লী আন্তর্জাতিক বিমানবন্দর তিরুচিরাপল্লী, তামিলনাড়ু
25 ড: বাবাসাহেব আম্বেদকর আন্তর্জাতিক বিমানবন্দর নাগপুর, মহারাষ্ট্র
26 শেইখুল আলম আন্তর্জাতিক বিমানবন্দর শ্রীনগর, জম্মু ও কাশ্মীর
27 ইন্ফল আন্তর্জাতিক বিমানবন্দর ইন্ফল, মেঘালয়
28 জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দর জয়পুর, রাজস্থান
29 মাদুরাই আন্তর্জাতিক বিমানবন্দর মাদুরাই, তামিলনাড়ু
30 বাগডোগরা আন্তর্জাতিক বিমানবন্দর শিলিগুড়ি, পশ্চিমবঙ্গ
31 জয়প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দর পাটনা, বিহার
32 ম্যাঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দর ম্যাঙ্গালোর, কর্ণাটক
33 চন্ডিগড় আন্তর্জাতিক বিমানবন্দর চন্ডিগড়
34 বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দর পোর্ট ব্লেয়ার, আন্দামান ও নিকোবর

সম্পর্কিত প্রশ্ন উত্তরঃ

1. ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর কোনটি ?
Ans: ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর

2. ভারতের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর কয়টি ?
Ans: 34 টি

3. উত্তর ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দরের নাম কি ?
Ans: শ্রীনগর আন্তর্জাতিক বিমানবন্দর

4. ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কোন শহরে অবস্থিত ?
Ans: নতুন দিল্লি

5. দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর এর নাম কি ?
Ans: চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর

6. পূর্ব ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দরের নাম কি ?
Ans: নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক (এনএসসিবিআই) বিমানবন্দর

7. ভারতের প্রথম বেসরকারি বিমানবন্দরের নাম কি ?
Ans: দুর্গাপুরের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর

8. পশ্চিমবঙ্গের প্রথম বেসরকারি বিমানবন্দরের নাম কি ?
Ans: কাজী নজরুল ইসলাম বিমানবন্দর


File Details:
PDF Name : ভারতের আন্তর্জাতিক বিমানবন্দর তালিকা PDF
Language : Bengali
Size : 58 KB
No. of Pages : 03
Download Link : Click Here To Download

Share your love

Leave a Reply