বিভিন্ন দেশের তৃণভূমির নাম তালিকা PDF | List of Grasslands

টেলিগ্রামে যুক্ত হোন

list-of-grasslands

বিভিন্ন দেশের তৃণভূমির নাম তালিকা: আজকে আমরা আলোচনা করবো, বিভিন্ন দেশের তৃণভূমির নাম তালিকা নিয়ে। আশা করি, সাধারণ জ্ঞানের প্ৰশ্ন উত্তর গুলি আপনাদের বিভিন্ন সরকারি ও বেসরকারি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।

বিভিন্ন দেশের তৃণভূমি

তৃণভূমির নাম দেশ
তৈগা ইউরোপ ও এশিয়া
ভেল্ডস দক্ষিন আফ্রিকা
সাভানা আফ্রিকা ও অস্ট্রেলিয়া
ডাউনস অস্ট্রেলিয়া
ক্যাম্পস ব্রাজিল
পার্কল্যান্ড জিম্বাবোয়ে
তুষক নিউজিল্যান্ড
মিচেল ওশিয়ানিয়া, অস্ট্রেলিয়া
এল গ্রান চাকো আর্জেন্টিনা
আলং আলং ইন্দোনেশিয়া, এশিয়া
মন্টানা বলিভিয়া
সেরাডোস প্যারাগুয়ে
ক্যান্টারবেরি নিউজিল্যান্ড
পম্পাস দক্ষিন আমেরিকা
স্তেপস ইউরোপ ও উত্তর এশিয়া
সেলভা দক্ষিন আমেরিকা
প্রেইরী উত্তর আমেরিকা
পুস্তাজ হাঙ্গেরী
ল্যানোস ভেনেজুয়েলা

বিভিন্ন দেশের তৃণভূমি সংক্রান্ত প্রশ্ন উত্তরঃ

প্রশ্নঃ তৈগা তৃণভূমি কোথায় দেখা যায়
উত্তরঃ ইউরোপ ও এশিয়া

প্রশ্নঃ ভেল্ডস তৃণভূমি কোথায় দেখা যায়
উত্তরঃ দক্ষিন আফ্রিকা

প্রশ্নঃ সাভানা তৃণভূমি কোথায় দেখা যায়
উত্তরঃ আফ্রিকা ও অস্ট্রেলিয়া

প্রশ্নঃ ডাউনস তৃণভূমি কোথায় দেখা যায়
উত্তরঃ অস্ট্রেলিয়া

প্রশ্নঃ ক্যাম্পস তৃণভূমি কোথায় দেখা যায়
উত্তরঃ ব্রাজিল

প্রশ্নঃ পার্কল্যান্ড তৃণভূমি কোথায় দেখা যায়
উত্তরঃ জিম্বাবোয়ে

প্রশ্নঃ তুষক তৃণভূমি কোথায় দেখা যায়
উত্তরঃ নিউজিল্যান্ড

প্রশ্নঃ মিচেল তৃণভূমি কোথায় দেখা যায়
উত্তরঃ ওশিয়ানিয়া, অস্ট্রেলিয়া

প্রশ্নঃ এল গ্রান চাকো তৃণভূমি কোথায় দেখা যায়
উত্তরঃ আর্জেন্টিনা

প্রশ্নঃ আলং আলং তৃণভূমি কোথায় দেখা যায়
উত্তরঃ ইন্দোনেশিয়া, এশিয়া

প্রশ্নঃ মন্টানা তৃণভূমি কোথায় দেখা যায়
উত্তরঃ বলিভিয়া

প্রশ্নঃ সেরাডোস তৃণভূমি কোথায় দেখা যায়
উত্তরঃ প্যারাগুয়ে

প্রশ্নঃ ক্যান্টারবেরি তৃণভূমি কোথায় দেখা যায়
উত্তরঃ নিউজিল্যান্ড

প্রশ্নঃ পম্পাস তৃণভূমি কোথায় দেখা যায়
উত্তরঃ দক্ষিন আমেরিকা

প্রশ্নঃ স্তেপস তৃণভূমি কোথায় দেখা যায়
উত্তরঃ ইউরোপ ও উত্তর এশিয়া

প্রশ্নঃ সেলভা তৃণভূমি কোথায় দেখা যায়
উত্তরঃ দক্ষিন আমেরিকা

প্রশ্নঃ প্রেইরী তৃণভূমি কোথায় দেখা যায়
উত্তরঃ উত্তর আমেরিকা

প্রশ্নঃ পুস্তাজ তৃণভূমি কোথায় দেখা যায়
উত্তরঃ হাঙ্গেরী

প্রশ্নঃ ল্যানোস তৃণভূমি কোথায় দেখা যায়
উত্তরঃ ভেনেজুয়েলা



বিভিন্ন দেশের তৃণভূমির নাম তালিকা PDF

File Details:
PDF Name: বিভিন্ন দেশের তৃণভূমির নাম তালিকা PDF
Language: Bengali
Size: 42KB
No. of Pages: 02
Download Link: Click Here to Download

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *