ভারতের পখিরালয় তালিকা PDF | List of Bird Sanctuaries in India

টেলিগ্রামে যুক্ত হোন

list-of-bird-sanctuaries-in-india

ভারতের পখিরালয় তালিকা: আজকে আমরা আলোচনা করবো, ভারতের পখিরালয় তালিকা নিয়ে। আশা করি, সাধারণ জ্ঞানের প্ৰশ্ন উত্তর গুলি আপনাদের বিভিন্ন সরকারি ও বেসরকারি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।

ভারতের উল্লেখযোগ্য পখিরালয়

পখিরালয় রাজ্য
চিন্তামণি কর পখিরালয় পশ্চিমবঙ্গ
কুলিক পখিরালয় পশ্চিমবঙ্গ
রসিকবিল পখিরালয় পশ্চিমবঙ্গ
কোলেরু পখিরালয় অন্ধ্রপ্রদেশ
নেলাপাত্তু পখিরালয় অন্ধ্রপ্রদেশ
পুলিকট লেক পখিরালয় অন্ধ্রপ্রদেশ
কৌনদিন্যা পখিরালয় অন্ধ্রপ্রদেশ
উপ্পালাপাদু পখিরালয় অন্ধ্রপ্রদেশ
খিজারিয়া পখিরালয় গুজরাট
নল সরোবর পখিরালয় গুজরাট
পোরবন্দর পখিরালয় গুজরাট
আত্তিভেরি পখিরালয় কর্ণাটক
বোনাল পখিরালয় কর্ণাটক
গুরভি পখিরালয় কর্ণাটক
মাগারি পখিরালয় কর্ণাটক
রাঙ্গনাথিট্টু পখিরালয় কর্ণাটক
ঘাটপ্রভা পখিরালয় কর্ণাটক
কাদালুন্দি পখিরালয় কেরালা
কুমারাকম পখিরালয় কেরালা
মাঙ্গালাভানম পখিরালয় কেরালা
থাত্তেকার পখিরালয় কেরালা
মায়ানি পখিরালয় মহারাষ্ট্র
কারনালা পখিরালয় মহারাষ্ট্র
চিত্রাঙ্গুরি পখিরালয় তামিলনাড়ু
কাঞ্জিরানকুলাম পখিরালয় তামিলনাড়ু
কুথানকুলাম পখিরালয় তামিলনাড়ু
সুচিন্দ্রম তেরুর পখিরালয় তামিলনাড়ু
বেদানথাঙ্গাল পখিরালয় তামিলনাড়ু
ভেল্লোর পখিরালয় তামিলনাড়ু
ভেট্টানগুড়ি পখিরালয় তামিলনাড়ু
নবাবগঞ্জ পখিরালয় উত্তরপ্রদেশ
পাটনা পখিরালয় উত্তরপ্রদেশ
সান্দি পখিরালয় উত্তরপ্রদেশ
ওখলা পখিরালয় উত্তরপ্রদেশ
ঘানা পখিরালয় রাজস্থান
ভরতপুর পখিরালয় রাজস্থান
নলবানা পখিরালয় ওড়িশা
চিল্কা লেক পখিরালয় ওড়িশা
হরিকা লেক পখিরালয় পাঞ্জাব
সেলিম আলী পখিরালয় গোয়া
নাগি ড্যাম পখিরালয় বিহার
নজফগড় ড্রেইন পখিরালয় দিল্লী
কিতাম পখিরালয় সিকিম
আসান ব্যারেজ পখিরালয় উত্তরাখণ্ড
উধুয়া লেক পখিরালয় ঝাড়খণ্ড

ভারতের পখিরালয় সংক্রান্ত প্রশ্ন উত্তরঃ

প্রশ্নঃ চিন্তামণি কর পখিরালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ পশ্চিমবঙ্গ

প্রশ্নঃ কুলিক পখিরালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ পশ্চিমবঙ্গ

প্রশ্নঃ রসিকবিল পখিরালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ পশ্চিমবঙ্গ

প্রশ্নঃ কোলেরু পখিরালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ অন্ধ্রপ্রদেশ

প্রশ্নঃ নেলাপাত্তু পখিরালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ অন্ধ্রপ্রদেশ

প্রশ্নঃ পুলিকট লেক পখিরালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ অন্ধ্রপ্রদেশ

প্রশ্নঃ কৌনদিন্যা পখিরালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ অন্ধ্রপ্রদেশ

প্রশ্নঃ উপ্পালাপাদু পখিরালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ অন্ধ্রপ্রদেশ

প্রশ্নঃ খিজারিয়া পখিরালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ গুজরাট

প্রশ্নঃ নল সরোবর পখিরালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ গুজরাট

প্রশ্নঃ পোরবন্দর পখিরালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ গুজরাট

প্রশ্নঃ আত্তিভেরি পখিরালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ কর্ণাটক

প্রশ্নঃ বোনাল পখিরালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ কর্ণাটক

প্রশ্নঃ গুরভি পখিরালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ কর্ণাটক

প্রশ্নঃ মাগারি পখিরালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ কর্ণাটক

প্রশ্নঃ রাঙ্গনাথিট্টু পখিরালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ কর্ণাটক

প্রশ্নঃ ঘাটপ্রভা পখিরালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ কর্ণাটক

প্রশ্নঃ কাদালুন্দি পখিরালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ কেরালা

প্রশ্নঃ কুমারাকম পখিরালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ কেরালা

প্রশ্নঃ মাঙ্গালাভানম পখিরালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ কেরালা

প্রশ্নঃ থাত্তেকার পখিরালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ কেরালা

প্রশ্নঃ মায়ানি পখিরালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ মহারাষ্ট্র

প্রশ্নঃ কারনালা পখিরালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ মহারাষ্ট্র

প্রশ্নঃ চিত্রাঙ্গুরি পখিরালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ তামিলনাড়ু

প্রশ্নঃ কাঞ্জিরানকুলাম পখিরালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ তামিলনাড়ু

প্রশ্নঃ কুথানকুলাম পখিরালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ তামিলনাড়ু

প্রশ্নঃ সুচিন্দ্রম তেরুর পখিরালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ তামিলনাড়ু

প্রশ্নঃ বেদানথাঙ্গাল পখিরালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ তামিলনাড়ু

প্রশ্নঃ ভেল্লোর পখিরালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ তামিলনাড়ু

প্রশ্নঃ ভেট্টানগুড়ি পখিরালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ তামিলনাড়ু

প্রশ্নঃ নবাবগঞ্জ পখিরালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ উত্তরপ্রদেশ

প্রশ্নঃ পাটনা পখিরালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ উত্তরপ্রদেশ

প্রশ্নঃ সান্দি পখিরালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ উত্তরপ্রদেশ

প্রশ্নঃ ওখলা পখিরালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ উত্তরপ্রদেশ

প্রশ্নঃ ঘানা পখিরালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ রাজস্থান

প্রশ্নঃ ভরতপুর পখিরালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ রাজস্থান

প্রশ্নঃ নলবানা পখিরালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ ওড়িশা

প্রশ্নঃ চিল্কা লেক পখিরালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ ওড়িশা

প্রশ্নঃ হরিকা লেক পখিরালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ পাঞ্জাব

প্রশ্নঃ সেলিম আলী পখিরালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ গোয়া

প্রশ্নঃ নাগি ড্যাম পখিরালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ বিহার

প্রশ্নঃ নজফগড় ড্রেইন পখিরালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ দিল্লী

প্রশ্নঃ কিতাম পখিরালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ সিকিম

প্রশ্নঃ আসান ব্যারেজ পখিরালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ উত্তরাখণ্ড

প্রশ্নঃ উধুয়া লেক পখিরালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ ঝাড়খণ্ড



ভারতের পখিরালয় তালিকা PDF

File Details:
PDF Name: ভারতের পখিরালয় তালিকা PDF
Language: Bengali
Size: 50KB
No. of Pages: 03
Download Link: Click Here to Download

Share your love

Leave a Reply