কার্ডিয়াক ফাইব্রোসিস নিয়ে যাদবপুরে গবেষণা, স্নাতকোত্তর পড়ুয়াদের সুযোগ?

টেলিগ্রামে যুক্ত হোন
jadavpur-university-cardiac-fibrosis-research-internship-msc

হৃদযন্ত্রের কার্ডিয়াক ফাইব্রোসিস সংক্রান্ত একটি গবেষণা প্রকল্পে কাজের জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষানবিশ নেওয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের তরফে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যা অনুযায়ী লাইফ সায়েন্সেস অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগে এই নিয়োগ হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত ই-মেল মারফত আবেদন গ্রহণ করা হচ্ছে এবং ইতিমধ্যে প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

এই প্রকল্পে শিক্ষানবিশ হিসেবে কাজের সুযোগ মিলবে। কাজের মূল দায়িত্ব থাকবে গবেষণানির্ভর পরীক্ষামূলক কার্যক্রমে সহায়তা করা, যার পাশাপাশি তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের কাজও অন্তর্ভুক্ত। মোট শূন্যপদের সংখ্যা একটি। নিয়োগ হবে চুক্তিভিত্তিক এবং কাজের মেয়াদ নির্ধারিত হয়েছে দু’মাস।

বিজ্ঞপ্তিতে বয়সসীমা নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি। ফলে বয়স সংক্রান্ত কোনও ছাড়ের কথাও বলা নেই। প্রতি মাসে বৃত্তি বাবদ ৫,০০০ টাকা দেওয়া হবে। নির্ধারিত সময়কাল জুড়ে একই হারে এই পারিশ্রমিক প্রযোজ্য থাকবে।

যোগ্যতার শর্তে উল্লেখ রয়েছে, আবেদনকারীদের লাইফ সায়েন্সে স্নাতকোত্তর উত্তীর্ণ হতে হবে অথবা স্নাতকোত্তরের চূড়ান্ত বর্ষে পাঠরত থাকতে হবে। বিশেষ করে ইমিউনোলজি বিষয়ে স্পেশ্যালাইজ়েশন থাকলে পূর্ব অভিজ্ঞতা হিসেবে গুরুত্ব পাবে।

আবেদন করতে হলে জীবনপঞ্জি, কভার লেটার-সহ প্রয়োজনীয় নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেল আইডিতে পাঠাতে হবে। কোনও আবেদনমূল্য ধার্য করা হয়নি। আবেদনের শেষ তারিখ নির্ধারিত হয়েছে ২৫ ডিসেম্বর।

নথি যাচাইয়ের পরে ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই প্রক্রিয়া সম্পন্ন হবে। ইন্টারভিউয়ের সময়সূচি পরে জানানো হবে। বিস্তারিত তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তিতেই পাওয়া যাবে।

See also  রাষ্ট্রায়ত্ত গবেষণাকেন্দ্রে সায়েন্টিস্ট খুঁজছে, কলকাতায় থাকছে ২৮টি শূন্যপদ
Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *