বিভিন্ন বৈজ্ঞানিক সূত্রের আবিষ্কর্তা তালিকা PDF

টেলিগ্রামে যুক্ত হোন

inventors-of-various-scientific-sources

বিভিন্ন বৈজ্ঞানিক সূত্রের আবিষ্কর্তা তালিকা: আজকে আমরা আলোচনা করবো, বিভিন্ন বৈজ্ঞানিক সূত্রের আবিষ্কর্তা তালিকা নিয়ে। আশা করি, সাধারণ জ্ঞানের প্ৰশ্ন উত্তর গুলি আপনাদের বিভিন্ন সরকারি ও বেসরকারি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।

বিভিন্ন বৈজ্ঞানিক সূত্রের আবিষ্কর্তা তালিকা

বৈজ্ঞানিক সূত্র আবিষ্কর্তা
মহাকর্ষ সূত্র আইজ্যাক নিউটন
শক্তির নিত্যতা সূত্র জুল প্রেস বার্ট
পদার্থের অভ্যন্তরীণ ধর্মের সূত্র গ্যালিলিও
গ্যাসীয় অনুর সংখ্যা অ্যাভোগাড্রো
গ্যাস তরলীকরণ সূত্র কেলভিন
তেজস্ক্রিয়তার সূত্র এ. বেকারেল
আলোর প্রতিসরণের সূত্র স্নেল
কাস্কেড তত্ত্ব W.Heitler এবং হোমি জাহাঙ্গীর ভাবা
তাপীয় আয়ন তত্ত্ব মেঘনাদ সাহা
পদার্থের স্থিতিস্থাপকতা হুক
তাপগতিবিদ্যা ক্লসিয়াম
তড়িৎ চুম্বকত্ব মাইকেল ফ্যারাডে
আপেক্ষিকতাবাদ আইনস্টাইন
গ্রহের গতি সূত্র কেপলার
গ্যাসের চাপের সূত্র (চাপ স্থির) চার্লস
গ্যাসের চাপের সূত্র (তাপমাত্রা স্থির) বয়েল
দুটি তড়িৎ মধ্যবর্তী আকর্ষণবল কুলম্ব
তড়িৎ রোধের সূত্র ওহম
পারমানবিক তত্ত্ব ডালটন
ইউরেনিয়াম ফিউশন থিওরি অটো হন
তরল ও গ্যাসীয় পদার্থের উপর চাপের সূত্র পাস্কাল
আবহাওয়ার চাপের সূত্র টরিসেলি
তরল ও গ্যাসীয় পদার্থের গতির সূত্র বারনৌলি
পদার্থের ভাসনশীলতা আর্কিমিডিস

বিভিন্ন বৈজ্ঞানিক সূত্রের আবিষ্কর্তা সংক্রান্ত প্রশ্ন উত্তরঃ

প্রশ্নঃ মহাকর্ষ সূত্র কে আবিষ্কার করেন ?
উত্তরঃ আইজ্যাক নিউটন

প্রশ্নঃ শক্তির নিত্যতা সূত্র কে আবিষ্কার করেন ?
উত্তরঃ জুল প্রেস বার্ট

প্রশ্নঃ পদার্থের অভ্যন্তরীণ ধর্মের সূত্র কে আবিষ্কার করেন ?
উত্তরঃ গ্যালিলিও

প্রশ্নঃ গ্যাসীয় অনুর সংখ্যা কে আবিষ্কার করেন ?
উত্তরঃ অ্যাভোগাড্রো

প্রশ্নঃ গ্যাস তরলীকরণ সূত্র কে আবিষ্কার করেন ?
উত্তরঃ কেলভিন

প্রশ্নঃ তেজস্ক্রিয়তার সূত্র কে আবিষ্কার করেন ?
উত্তরঃ এ. বেকারেল

প্রশ্নঃ আলোর প্রতিসরণের সূত্র কে আবিষ্কার করেন ?
উত্তরঃ স্নেল

প্রশ্নঃ কাস্কেড তত্ত্ব কে আবিষ্কার করেন ?
উত্তরঃ W.Heitler এবং হোমি জাহাঙ্গীর ভাবা

প্রশ্নঃ তাপীয় আয়ন তত্ত্ব কে আবিষ্কার করেন ?
উত্তরঃ মেঘনাদ সাহা

প্রশ্নঃ পদার্থের স্থিতিস্থাপকতা কে আবিষ্কার করেন ?
উত্তরঃ হুক

প্রশ্নঃ তাপগতিবিদ্যা কে আবিষ্কার করেন ?
উত্তরঃ ক্লসিয়াম

প্রশ্নঃ তড়িৎ চুম্বকত্ব কে আবিষ্কার করেন ?
উত্তরঃ মাইকেল ফ্যারাডে

প্রশ্নঃ আপেক্ষিকতাবাদ কে আবিষ্কার করেন ?
উত্তরঃ আইনস্টাইন

প্রশ্নঃ গ্রহের গতি সূত্র কে আবিষ্কার করেন ?
উত্তরঃ কেপলার

প্রশ্নঃ গ্যাসের চাপের সূত্র (চাপ স্থির) কে আবিষ্কার করেন ?
উত্তরঃ চার্লস

প্রশ্নঃ গ্যাসের চাপের সূত্র (তাপমাত্রা স্থির) কে আবিষ্কার করেন ?
উত্তরঃ বয়েল

প্রশ্নঃ দুটি তড়িৎ মধ্যবর্তী আকর্ষণবল কে আবিষ্কার করেন ?
উত্তরঃ কুলম্ব

প্রশ্নঃ তড়িৎ রোধের সূত্র কে আবিষ্কার করেন ?
উত্তরঃ ওহম

প্রশ্নঃ পারমানবিক তত্ত্ব কে আবিষ্কার করেন ?
উত্তরঃ ডালটন

প্রশ্নঃ ইউরেনিয়াম ফিউশন থিওরি কে আবিষ্কার করেন ?
উত্তরঃ অটো হন

প্রশ্নঃ তরল ও গ্যাসীয় পদার্থের উপর চাপের সূত্র কে আবিষ্কার করেন ?
উত্তরঃ পাস্কাল

প্রশ্নঃ আবহাওয়ার চাপের সূত্র কে আবিষ্কার করেন ?
উত্তরঃ টরিসেলি

প্রশ্নঃ তরল ও গ্যাসীয় পদার্থের গতির সূত্র কে আবিষ্কার করেন ?
উত্তরঃ বারনৌলি

প্রশ্নঃ পদার্থের ভাসনশীলতা কে আবিষ্কার করেন ?
উত্তরঃ আর্কিমিডিস



বিভিন্ন বৈজ্ঞানিক সূত্রের আবিষ্কর্তা তালিকা PDF

File Details:
PDF Name: বিভিন্ন বৈজ্ঞানিক সূত্রের আবিষ্কর্তা তালিকা PDF
Language: Bengali
Size: 47KB
No. of Pages: 02
Download Link: Click Here to Download

Share your love

Leave a Reply