ছাপাখানায় সুপারভাইজার নিয়োগ: সম্প্রতি, সিকিউরিটি প্রিন্টিং এন্ড মিন্টিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (SPMCIL) ও ইন্ডিয়া গভর্মেন্ট মিন্ট (IGM) – এর পক্ষ থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতের যেকোনো নাগরিক এই শূন্য পদের জন্য আবেদন করতে পারবেন। আজকের এই প্রতিবেদনে শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ অন্যান্য গুরুত্ত্বপূর্ণ তথ্য উল্লেখ করা হল।
India Govt. Mint Kolkata Supervisor Recruitment: ছাপাখানায় সুপারভাইজার নিয়োগ সংক্রান্ত বিবরণ:
পদের নাম: Supervisor [(OL) Level-A-1]
মোট শূন্যপদ: ১ টি
বয়সসীমা: আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তপশীলি জাতিভুক্ত প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে।
মাসিক বেতন: ২৭,৬০০ টাকা থেকে ৯৫,৯১০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: সরকার স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি অথবা হিন্দি বিষয়ে স্নাতকোত্তর চাকরিপ্রার্থীরা এই শূন্য পদে আবেদন করতে পারবেন। হিন্দি থেকে ইংরেজি ভাষায় ট্রান্সলেশানের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া কম্পিউটারে হিন্দি ভাষা সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
পদের নাম: Engraver (Level–B-4)
মোট শূন্যপদ: ২ টি।
বয়সসীমা: এই পদে আবেদন করার জন্য আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে।তপশীলি জাতিভুক্ত প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে।
মাসিক বেতন: ২৩,৯১০ টাকা থেকে ৮৫,৫৭০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: সরকার স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে চারুকলা (Fine Arts) বিষয়ে নূন্যতম ৫৫% নাম্বার নিয়ে স্নাতক পাশ করা চাকরিপ্রার্থীরা এই শূন্য পদের জন্য আবেদন করতে পারবেন।
পদের নাম: Jr. Technician (Burnisher) Level-W-1
মোট শূন্যপদ: ৬ টি।
বয়সসীমা: আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। তপশীলি জাতিভুক্ত প্রার্থীদের বয়সের ওপর ছাড় রয়েছে।
মাসিক বেতন: ১৮,৭৮০ টাকা থেকে ৬৭,৩৯০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: সরকার স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ সহ NCVT, SCVT স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যেকোনো ট্রেডে ITI পাশ করা প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন।
আবেদন পদ্ধতি: আগ্রহী চাকরি প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য igmkolkata.spmcil.com ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র স্ক্যান করতে আপলোড করতে হবে। চাকরি প্রার্থীদের বৈধ ইমেইল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।
আবেদন ফি: General/ OBC/ EWS জাতিভুক্ত প্রার্থীদের জন্য ৬০০ টাকা + ১৮% GST ও SC / ST প্রার্থীদের ২০০ টাকা + ১৮% GST আবেদন ফি দিতে হবে। Debit Cards, Credit Cards, Internet Banking, Cash Cards/ Mobile Wallets এর মাধ্যমে আবেদন ফি দিতে হবে।
সিলেবাস:
Supervisor (OL) Level-A-1 পদের পরীক্ষার সিলেবাস
Engraver Level–B-4 পদের পরীক্ষার সিলেবাস
Jr. Technician (Burnisher) Level-W-1 পদের পরীক্ষার সিলেবাস
আবেদনের শেষ তারিখ: ০৭ জুলাই, ২০২৩
Official Notification: Download Now
Official Website: Apply Now