ভারতের বিভিন্ন নদীর উৎস ও পতনস্থল PDF | Rivers in India

টেলিগ্রামে যুক্ত হোন

important-rivers-of-india-with-their-origin-end

ভারতের বিভিন্ন নদীর উৎস ও পতনস্থল: আজকে আমরা আলোচনা করবো, ভারতের বিভিন্ন নদীর উৎস ও পতনস্থল তালিকা নিয়ে। আশা করি, সাধারণ জ্ঞানের প্ৰশ্ন উত্তর গুলি আপনাদের বিভিন্ন সরকারি ও বেসরকারি পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে।

ভারতের বিভিন্ন নদীর উৎস ও পতনস্থল

নদী উৎসস্থল পতনস্থল
গঙ্গা গঙ্গোত্রী হিমবাহ বঙ্গোপসাগর
গোদাবরী ত্রিম্বক পর্বত বঙ্গোপসাগর
বিতস্তা বা ঝিলাম ভেরিনাগ প্রস্রবণ চেনাব নদী
বিপাশা রোটাং গিরিপথ শতদ্রু নদী
শতদ্রু রাক্ষস তাল হ্রদ সিন্ধুর উপনদী
দামোদর খামারপোৎ শৃঙ্গ হুগলী নদী
ময়ূরাক্ষী সাঁওতাল পরগণা মালভূমি ভাগীরথী নদী
ভীমা পশ্চিমঘাট পর্বত কৃষ্ণা নদী
তুঙ্গভদ্রা পশ্চিমঘাট পর্বত কৃষ্ণা নদী
মুসী মেডাক জেলা কৃষ্ণা নদী
ঘাটপ্রভা পশ্চিমঘাট পর্বত কৃষ্ণা নদী
তিস্তা পয়োহুনরি হিমবাহ ব্রহ্মপুত্র
জলঢাকা সিকিমের হিমালয় ব্রহ্মপুত্র
ধানসিঁড়ি নাগা পাহাড় ব্রহ্মপুত্র
যমুনা যমুনেত্রী হিমবাহ
চেনাব বা চন্দ্রভাগা বারালাচা পাস
কাবেরী ব্রহ্মগিরি শৃঙ্গ বঙ্গোপসাগর
মহানদী সিয়াওয়ারা উচ্চভূমি বঙ্গোপসাগর
কৃষ্ণা মহাবালেশ্বর শৃঙ্গ বঙ্গোপসাগর
ব্রহ্মপুত্র চেমাযুংদুং হিমবাহ বঙ্গোপসাগর
সুবর্ণরেখা ছোটনাগপুর মালভূমি বঙ্গোপসাগর
কর্ণফুলি মিজোরাম বঙ্গোপসাগর
বৈতরণী ছোটনাগপুর মালভূমি বঙ্গোপসাগর
ব্রাহ্মণী রৌরকেল্লা বঙ্গোপসাগর
তাপ্তি মহাদেব পর্বত খাম্বাত উপসাগর
নর্মদা অমরকন্টক শৃঙ্গ খাম্বাত উপসাগর
সবরমতী আরাবল্লী পর্বত খাম্বাত উপসাগর
মাহি বিন্ধ্য পর্বত খাম্বাত উপসাগর
সিন্ধু সিন-কা-কাব উষ্ণ প্রস্রবণ আরব সাগর
ভাইগাই ভারুসানাদু পাহাড় পক উপসাগর
লুনি পুষ্কর ভ্যালি কচ্ছের রণ

ভারতের বিভিন্ন নদীর উৎস ও পতনস্থল সংক্রান্ত প্রশ্ন উত্তরঃ

প্রশ্নঃ গঙ্গা নদীর উৎপত্তি কোথায়?
উত্তরঃ গঙ্গোত্রী হিমবাহ

প্রশ্নঃ গোদাবরী নদীর উৎপত্তি কোথায়?
উত্তরঃ ত্রিম্বক পর্বত

প্রশ্নঃ বিতস্তা বা ঝিলাম নদীর উৎপত্তি কোথায়?
উত্তরঃ ভেরিনাগ প্রস্রবণ

প্রশ্নঃ বিপাশা নদীর উৎপত্তি কোথায়?
উত্তরঃ রোটাং গিরিপথ

প্রশ্নঃ শতদ্রু নদীর উৎপত্তি কোথায়?
উত্তরঃ রাক্ষস তাল হ্রদ

প্রশ্নঃ দামোদর নদীর উৎপত্তি কোথায়?
উত্তরঃ খামারপোৎ শৃঙ্গ

প্রশ্নঃ ময়ূরাক্ষী নদীর উৎপত্তি কোথায়?
উত্তরঃ সাঁওতাল পরগণা মালভূমি

প্রশ্নঃ ভীমা নদীর উৎপত্তি কোথায়?
উত্তরঃ পশ্চিমঘাট পর্বত

প্রশ্নঃ তুঙ্গভদ্রা নদীর উৎপত্তি কোথায়?
উত্তরঃ পশ্চিমঘাট পর্বত

প্রশ্নঃ মুসী নদীর উৎপত্তি কোথায়?
উত্তরঃ মেডাক জেলা

প্রশ্নঃ ঘাটপ্রভা নদীর উৎপত্তি কোথায়?
উত্তরঃ পশ্চিমঘাট পর্বত

প্রশ্নঃ তিস্তা নদীর উৎপত্তি কোথায়?
উত্তরঃ পয়োহুনরি হিমবাহ

প্রশ্নঃ জলঢাকা নদীর উৎপত্তি কোথায়?
উত্তরঃ সিকিমের হিমালয়

প্রশ্নঃ ধানসিঁড়ি নদীর উৎপত্তি কোথায়?
উত্তরঃ নাগা পাহাড়

প্রশ্নঃ যমুনা নদীর উৎপত্তি কোথায়?
উত্তরঃ যমুনেত্রী হিমবাহ

প্রশ্নঃ চেনাব বা চন্দ্রভাগা নদীর উৎপত্তি কোথায়?
উত্তরঃ বারালাচা পাস

প্রশ্নঃ কাবেরী নদীর উৎপত্তি কোথায়?
উত্তরঃ ব্রহ্মগিরি শৃঙ্গ

প্রশ্নঃ মহানদী নদীর উৎপত্তি কোথায়?
উত্তরঃ সিয়াওয়ারা উচ্চভূমি

প্রশ্নঃ কৃষ্ণা নদীর উৎপত্তি কোথায়?
উত্তরঃ মহাবালেশ্বর শৃঙ্গ

প্রশ্নঃ ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি কোথায়?
উত্তরঃ চেমাযুংদুং হিমবাহ

প্রশ্নঃ সুবর্ণরেখা নদীর উৎপত্তি কোথায়?
উত্তরঃ ছোটনাগপুর মালভূমি

প্রশ্নঃ কর্ণফুলি নদীর উৎপত্তি কোথায়?
উত্তরঃ মিজোরাম

প্রশ্নঃ বৈতরণী নদীর উৎপত্তি কোথায়?
উত্তরঃ ছোটনাগপুর মালভূমি

প্রশ্নঃ ব্রাহ্মণী নদীর উৎপত্তি কোথায়?
উত্তরঃ রৌরকেল্লা

প্রশ্নঃ তাপ্তি নদীর উৎপত্তি কোথায়?
উত্তরঃ মহাদেব পর্বত

প্রশ্নঃ নর্মদা নদীর উৎপত্তি কোথায়?
উত্তরঃ অমরকন্টক শৃঙ্গ

প্রশ্নঃ সবরমতী নদীর উৎপত্তি কোথায়?
উত্তরঃ আরাবল্লী পর্বত

প্রশ্নঃ মাহি নদীর উৎপত্তি কোথায়?
উত্তরঃ বিন্ধ্য পর্বত

প্রশ্নঃ সিন্ধু নদীর উৎপত্তি কোথায়?
উত্তরঃ সিন-কা-কাব উষ্ণ প্রস্রবণ

প্রশ্নঃ ভাইগাই নদীর উৎপত্তি কোথায়?
উত্তরঃ ভারুসানাদু পাহাড়

প্রশ্নঃ লুনি নদীর উৎপত্তি কোথায়?
উত্তরঃ পুষ্কর ভ্যালি

প্রশ্নঃ গঙ্গা নদী কোথায় পতিত হয়েছে?
উত্তরঃ বঙ্গোপসাগর

প্রশ্নঃ গোদাবরী নদী কোথায় পতিত হয়েছে?
উত্তরঃ বঙ্গোপসাগর

প্রশ্নঃ বিতস্তা বা ঝিলাম নদী কোথায় পতিত হয়েছে?
উত্তরঃ চেনাব নদী

প্রশ্নঃ বিপাশা নদী কোথায় পতিত হয়েছে?
উত্তরঃ শতদ্রু নদী

প্রশ্নঃ শতদ্রু নদী কোথায় পতিত হয়েছে?
উত্তরঃ সিন্ধুর উপনদী

প্রশ্নঃ দামোদর নদী কোথায় পতিত হয়েছে?
উত্তরঃ হুগলী নদী

প্রশ্নঃ ময়ূরাক্ষী নদী কোথায় পতিত হয়েছে?
উত্তরঃ ভাগীরথী নদী

প্রশ্নঃ ভীমা নদী কোথায় পতিত হয়েছে?
উত্তরঃ কৃষ্ণা নদী

প্রশ্নঃ তুঙ্গভদ্রা নদী কোথায় পতিত হয়েছে?
উত্তরঃ কৃষ্ণা নদী

প্রশ্নঃ মুসী নদী কোথায় পতিত হয়েছে?
উত্তরঃ কৃষ্ণা নদী

প্রশ্নঃ ঘাটপ্রভা নদী কোথায় পতিত হয়েছে?
উত্তরঃ কৃষ্ণা নদী

প্রশ্নঃ তিস্তা নদী কোথায় পতিত হয়েছে?
উত্তরঃ ব্রহ্মপুত্র

প্রশ্নঃ জলঢাকা নদী কোথায় পতিত হয়েছে?
উত্তরঃ ব্রহ্মপুত্র

প্রশ্নঃ ধানসিঁড়ি নদী কোথায় পতিত হয়েছে?
উত্তরঃ ব্রহ্মপুত্র

প্রশ্নঃ কাবেরী নদী কোথায় পতিত হয়েছে?
উত্তরঃ বঙ্গোপসাগর

প্রশ্নঃ মহানদী কোথায় পতিত হয়েছে?
উত্তরঃ বঙ্গোপসাগর

প্রশ্নঃ কৃষ্ণা নদী কোথায় পতিত হয়েছে?
উত্তরঃ বঙ্গোপসাগর

প্রশ্নঃ ব্রহ্মপুত্র নদ কোথায় পতিত হয়েছে?
উত্তরঃ বঙ্গোপসাগর

প্রশ্নঃ সুবর্ণরেখা নদী কোথায় পতিত হয়েছে?
উত্তরঃ বঙ্গোপসাগর

প্রশ্নঃ কর্ণফুলি নদী কোথায় পতিত হয়েছে?
উত্তরঃ বঙ্গোপসাগর

প্রশ্নঃ বৈতরণী নদী কোথায় পতিত হয়েছে?
উত্তরঃ বঙ্গোপসাগর

প্রশ্নঃ ব্রাহ্মণী নদী কোথায় পতিত হয়েছে?
উত্তরঃ বঙ্গোপসাগর

প্রশ্নঃ তাপ্তি নদী কোথায় পতিত হয়েছে?
উত্তরঃ খাম্বাত উপসাগর

প্রশ্নঃ নর্মদা নদী কোথায় পতিত হয়েছে?
উত্তরঃ খাম্বাত উপসাগর

প্রশ্নঃ সবরমতী নদী কোথায় পতিত হয়েছে?
উত্তরঃ খাম্বাত উপসাগর

প্রশ্নঃ মাহি নদী কোথায় পতিত হয়েছে?
উত্তরঃ খাম্বাত উপসাগর

প্রশ্নঃ সিন্ধু নদ কোথায় পতিত হয়েছে?
উত্তরঃ আরব সাগর

প্রশ্নঃ ভাইগাই নদ কোথায় পতিত হয়েছে?
উত্তরঃ পক উপসাগর

প্রশ্নঃ লুনি নদী কোথায় পতিত হয়েছে?
উত্তরঃ কচ্ছের রণ



ভারতের বিভিন্ন নদীর উৎস ও পতনস্থল PDF

File Details:
PDF Name: ভারতের বিভিন্ন নদীর উৎস ও পতনস্থল PDF
Language: Bengali
Size: 41KB
No. of Pages: 02
Download Link: Click Here to Download

Share your love

Leave a Reply