আইআইইএসটি শিবপুরে অফিস অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, কারা পাবেন সুযোগ?

টেলিগ্রামে যুক্ত হোন
iiest-shibpur-office-assistant-recruitment-interview-january-2026

রাষ্ট্রায়ত্ত শিক্ষা প্রতিষ্ঠানে কাজের সুযোগ খুঁজছেন যাঁরা, তাঁদের জন্য একটি গুরুত্বপূর্ণ নিয়োগের খবর সামনে এসেছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি, শিবপুরে অফিস অ্যাসিস্ট্যান্ট পদে একজন দক্ষ কর্মী নিয়োগ করা হবে। প্রতিষ্ঠান সূত্রে জানা গিয়েছে, শূন্যপদ মাত্র একটি এবং নিয়োগটি চুক্তিভিত্তিক।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত প্রার্থীকে প্রতি মাসে ৩৫,০০০ টাকা সম্মানী দেওয়া হবে। এই পদে যে কোনও বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। নিযুক্ত ব্যক্তিকে মূলত প্রতিষ্ঠানের সেন্ট্রাল সিট অ্যালোকেশন বোর্ড সংক্রান্ত প্রশাসনিক কাজ সামলাতে হবে। প্রশাসনিক দফতরের অভিজ্ঞ মহলের মতে, এই ধরনের দায়িত্বে কাজের ক্ষেত্রে কাগজপত্র সামলানোর অভিজ্ঞতা থাকলে তা বাস্তবে বেশ কাজে আসে।

বয়সের ঊর্ধ্বসীমা রাখা হয়েছে ৬৫ বছর। উল্লেখ্য যে, এটি কোনও স্থায়ী নিয়োগ নয়। প্রথমে ৯ মাসের জন্য চুক্তিতে কাজ করতে হবে। পরে কাজের প্রয়োজন ও পারফরম্যান্সের ভিত্তিতে মেয়াদ বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হতে পারে। বাস্তব অভিজ্ঞতায় বোঝা যায়, শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের চুক্তিভিত্তিক পদে কাজের চাপ নির্দিষ্ট সময়ের মধ্যেই বেশি থাকে।

See also  রেলে অবসরপ্রাপ্তদের জন্য বড় সুযোগ! শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্টে নিয়োগের বিজ্ঞপ্তি, সাম্মানিক কত জানেন?

নিয়োগ প্রক্রিয়ায় কোনও লিখিত পরীক্ষা নেই। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমেই প্রার্থীদের যোগ্যতা যাচাই করা হবে। আগের নিয়োগ প্রক্রিয়ায় দেখা গেছে, প্রয়োজনীয় নথি অসম্পূর্ণ থাকলে প্রার্থীকে সাক্ষাৎকারে বসতে দেওয়া হয় না।

পরিশেষে, আগ্রহী প্রার্থীদের জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা, বয়সের প্রমাণপত্র এবং কর্মজীবনের শংসাপত্র সঙ্গে নিয়ে ১৫ জানুয়ারি আইআইইএসটি শিবপুরে উপস্থিত থাকার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা। আবেদন করার আগে সব নথি ঠিকঠাক আছে কি না, তা একবার ভালো করে মিলিয়ে নেওয়াই নিরাপদ।

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *