ICAR Recruitment 2025: ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ (ICAR) নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউটের ইটানগর শাখায় সিনিয়র রিসার্চ ফেলো (SRF) পদে নিয়োগ হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। সরকারি গবেষণাগারে কাজের সুযোগ হওয়ায় এই নিয়োগকে ঘিরে আগ্রহ বেশ চড়া।
Table Of Contents
কী যোগ্যতা লাগবে?
- বিজ্ঞান বিভাগের যে কোনও বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
- গবেষণার কাজে পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
- বয়সসীমা: সর্বোচ্চ ৩৫ বছর বয়স হতে হবে।
চাকরির বিবরণ
- পদ: সিনিয়র রিসার্চ ফেলো (SRF)
- শূন্যপদ: ১টি
- অবস্থান: ইন্ডিয়ান ভেটেরিনারি রিসার্চ ইনস্টিটিউট, ইটানগর
- বেতন: প্রতি মাসে প্রায় ৩৭,০০০ টাকা বেতন দেওয়া হবে।
- চুক্তির মেয়াদ: মার্চ ২০২৭ পর্যন্ত
আবেদন প্রক্রিয়া
এই নিয়োগে কোনও অনলাইন পরীক্ষার ব্যবস্থা নেই। আগ্রহী প্রার্থীদের সরাসরি সাক্ষাৎকার (Walk-in Interview) দিতে হবে। তবে চাইলে আগে থেকে আবেদনপত্র জমা দেওয়া যাবে।
কীভাবে আবেদন করবেন?
- প্রার্থীদের মূল বিজ্ঞপ্তি দেখে আবেদনপত্র পূরণ করতে হবে।
- নির্দিষ্ট দিনে ইটানগরের অফিসে সরাসরি উপস্থিত হয়ে সাক্ষাৎকার দিতে হবে।
- আবেদন করার সময় প্রয়োজনীয় নথিপত্র (শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়স প্রমাণপত্র, অভিজ্ঞতার সার্টিফিকেট ইত্যাদি) সঙ্গে রাখতে হবে।
ICAR Recruitment 2025: সিনিয়র রিসার্চ ফেলো নিয়োগ আইসিএআর-এ, আবেদন করতে পারবেন স্নাতকোত্তর প্রার্থীরা
কবে আবেদনের শেষ তারিখ?
- সরাসরি ইন্টারভিউ হবে ৩০ সেপ্টেম্বর ২০২৫, সকাল ১০টা থেকে।
- স্থান: ICAR-IVRI, Itanagar অফিস।
আরো বিস্তারিত জানতে প্রার্থীরা ভিজিট করতে পারেন ICAR-এর অফিসিয়াল ওয়েবসাইট icar.org.in । যোগ্য প্রার্থীরা এখনই আবেদন করুন এবং নির্দিষ্ট তারিখে ইন্টারভিউ দিতে ভুলবেন না।