
দেশের প্রথম সারির তেল বিপণন সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (আইওসিএল)-এ কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হয়েছে। সংস্থার হলদিয়া রিফাইনারি হাসপাতালের জন্য ‘ইন্ডাস্ট্রিয়াল হাইজিনিস্ট’ পদে কর্মী নিয়োগ করা হবে। সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আইওসিএল-এর ওয়েবসাইট মারফত জানা গিয়েছে। যোগ্য প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে বেছে নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে সাফ জানানো হয়েছে।
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বেশ কিছু শর্ত রাখা হয়েছে। আবেদনকারীকে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কেমিস্ট্রি, ফিজিক্স অথবা এনভায়রনমেন্টাল টক্সিকোলজি বিষয়ে স্নাতক হতে হবে। তবে এনভায়রনমেন্টাল টক্সিকোলজি নিয়ে পড়াশোনা থাকলে নিয়োগের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার পাওয়া যাবে। বয়সসীমার ক্ষেত্রে কড়াকড়ি বজায় রেখেছে সংস্থা; আবেদনকারীর বয়স অনূর্ধ্ব ৪০ বছরের মধ্যে হওয়া বাধ্যতামূলক।
নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে কেবল ইন্টারভিউয়ের মাধ্যমে। আগামী জানুয়ারির তৃতীয় সপ্তাহে এই ইন্টারভিউ পর্ব অনুষ্ঠিত হতে চলেছে। তবে তার আগে ইচ্ছুক আবেদনকারীদের নির্দিষ্ট সময়সীমার মধ্যে অনলাইন আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আইওসিএল-এর অফিশিয়াল ওয়েবসাইটের ‘হোমপেজ’ থেকে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদনপত্রের হদিস পাওয়া যাবে। নথিপত্র যাচাইয়ের পর কেবল যোগ্যদেরই ইন্টারভিউয়ের জন্য তলব করা হবে।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী ৫ জানুয়ারি। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য, সাম্মানিক এবং অন্যান্য শর্তাবলি জানতে প্রার্থীদের সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট www.iocl.com নিয়মিত অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ, Netstudy-এর Co-Founder। সরকারি চাকরি, রাষ্ট্রায়ত্ত সংস্থা ও নিয়োগ সংক্রান্ত বিশ্বাসযোগ্য ও তথ্যভিত্তিক আপডেট শেয়ার করি।



