ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার

টেলিগ্রামে যুক্ত হোন

fundamental-rights-of-the-indian-constitution

মৌলিক অধিকার কাকে বলে ?

ব্যক্তি স্বাধীনতা রক্ষা ও ব্যক্তির বিকাশ সাধন করার উদ্দেশ্যে ভারতের সংবিধানে বেশ কয়েকটি বিশেষ অধিকারের কথা বলা হয়েছে, সেই অধিকার গুলিকে আমরা মৌলিক অধিকার বলি।

ভারতীয় সংবিধানের ” পার্ট থ্রি ” র অন্তর্গত ১২ থেকে ৩৫ নং ধারায় মৌলিক অধিকার সুনিশ্চিত করা হয়েছে।

১৯৫০ সালের ২৬ শে জানুয়ারী যখন ভারতের সংবিধান কার্যকর হয়, তখন ভারতীয় নাগরিকদের জন্য মৌলিক অধিকারের সংখ্যা ছিল ৭ টি। ১৯৭৮ সালের ৪৪ তম সংবিধান সংশোধনীর মাধ্যমে ” সম্পত্তির অধিকার ” কে মৌলিক অধিকার থেকে বাদ দেওয়া হয়। এর ফলে মৌলিক অধিকারের সংখ্যা হয় ৬ টি।

মৌলিক অধিকারের ধারণাটি গৃহীত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান অনুসরণে। এই ধারণা গ্রহণের মূল উদ্দেশ ভারতীয় নাগরিকদের বেক্তি স্বাধীনতা রাখা করা। বৃহত্তর স্বার্থে কিংবা বিশেষ অবস্থায় [ জাতীয় জরুরি অবস্থা ] আংশিক বা পূর্ণরূপে প্রত্যাহার করা হতে পারে। বিশেষ অবস্থায় প্রসাশন বা সংবিধান অনুসারে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট নিয়ন্ত্রণ করতে পারে।

ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার রক্ষিত হচ্ছে কিনা সেটি দেখার দায়িত্ব হাইকোর্ট ও সুপ্রিমকোর্টের ওপর বর্তায়। যদি কোনও অধিকার খর্ব হয় তাহলে সেই নাগরিক হাইকোর্ট বা সুপ্রিমকোর্টের দ্বারস্থ হতে পারে। সেই আবেদন যথার্থ বলে বিবেচিত হয়, মৌলিক অধিকার পুনরুদ্বারের লক্ষ্যে হাইকোর্ট ও সুপ্রিমকোর্ট বিট জারি করতে পারে।

মৌলিক অধিকার কয়টি ও কী কী ?

১৯৫০ সালের ২৬ শে জানুয়ারী, সংবিধান কার্যকর হয় তখন ভারতীয় সংবিধানে ৬টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে।

১. সাম্যের অধিকার :

ভারতীয় সংবিধানের ১৪ – ১৮ নং ধারা অনুযায়ী সাম্যের অধিকারের বিষয়টি উল্লেখ করা হয়েছে

(a) ইকোয়ালিটি বেফোরে ল

ভারতের সংবিধানের ১৪ – ১৮ নং ধারাতে সাম্যের অধিকারের কথা বলা হয়েছে। ভারতের সংবিধানের সাম্যের অধিকারগুলি হল :
(i)  ভারতীয় আইনের চোখে সকল নাগরিক সমান।
(ii) সকল জন্য একই আইন, আইন ভঙ্গ করলে সবার জন্য একই শাস্তি।
(iii) কোনও ব্যক্তি বা নাগরিক, তিনি যে পদ বা ক্ষমতার অধিকারী হোক না কেন, তার অবস্থান আইনের উর্ধে নয়

ব্যাতিক্রম :

(i) ভারতের রাষ্ট্রপতি বা অঙ্গরাজ্যগুলির রাজ্যপাল, ভারতের কোনও আদালতের কাছে নিজের কাজ বা দায়িত্ব পালনের জন্য গৃহীত কোনও পদক্ষেপের কারণ দর্শাতে বাঁধ নন।
(ii) ভারতের কোনও আদালত তাদের কার্যকালে তাদের বিরুদ্ধে কোনও ফৌজদারী মামলা গ্রহণ করতে বা সেই সংক্রান্ত তদন্তের নির্দেশ দিতে পারে না।
(iii) বিদেশী রাষ্ট্রের রাষ্ট্র-প্রধান এবং বিদেশী রাষ্ট্রের রাষ্ট্রদূত – এই রকম কিছু বিশেষ ব্যক্তির ক্ষেত্রে ” ইকোয়ালিটি বেফোরে ল ” বলবৎযোগ্য নয়।

(b) জাতি, ধর্ম, গোত্র, বর্ণ, লিঙ্গ, জন্মস্থান ইত্যাদির ভিত্তিতে কোনও নাগরিককে অতিরিক্ত সুযোগদান বা একই ভিত্তিতে কারও প্রতি কোনও বৈষম্যমূলক অধিকার নেই ভারতের প্রশাসনের।
(c) যদি শিশু ও মহিলাদের জন্য বিশেষ সুরক্ষা বা তফশিল জাতি বা উপজাতি সম্প্রদায় বা অন্যান্য পশ্চাদপদ সম্পদায়ের জন্য বিশেষ আসন সংরক্ষণের বিষয় ভারতীয় সংবিধানসম্মত।

২. স্বাধীনতার অধিকার :

ভারতীয় সংবিধানের ১৯ (১) নং ধারায় ভারতীয় নাগরিকদের ৬টি মৌলিক স্বাধীনতা প্রদান করা হয়েছে, সেগুলি হল :

(i) বাক স্বাধীনতা ও মতামত প্রকাশের স্বাধীনতা
(ii) শান্তিপূর্ণ ও নিরস্ত্রভাবে সমবেত হবার স্বাধীনতা
(iii) সংঘ ও সমিতি গঠনের স্বাধীনতা
(iv) ভারতের সর্বত্র স্বাধীভাবে চলাফেরা করার স্বাধীনতা
(v) ভারতের যে কোনও অঞ্চলে স্বাধীনভাবে বসবাস করার স্বাধীনতা
(vi) যে কোনও পেশা বা ব্যবসা-বাণিজ্য করার স্বাধীনতা

সম্পত্তির স্বাধীনতা, মৌলিক স্বাধীনতার তালিকা থেকে বাদ হওয়ার পর এখন মোট ৬টি মৌলিক স্বাধীনতা আছে।

৩. শোষণের বিরুদ্ধে অধিকার :

ভারতীয় সংবিধানের ২৩ – ২৪ নং ধারা অনুযায়ী সাম্যের অধিকারের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

বিনা পরিশ্রমে কাউকে শ্রমদানে বাধ্য করা, শিশু ও মহিলাদের পাচার বা এই জাতীয় মানবসম্পদ কেনাবেচার পদ্ধতি, কারখানা, খনি কিংবা অন্য কোনও বিপজ্জনক কাজে ১৪ বছরের কমবয়সী শিশুপ্রেমিক নিয়োগ – এই জাতীয় বিভিন্ন ধরনের শোষণ থেকে মুক্ত জীবন যাপনের অধিকারকে মৌলিক অধিকারের স্বীকৃতি দিয়েছে ভারতীয় সংবিধান।

৪. ধর্মীয় স্বাধীনতার অধিকার :

(a) ব্যক্তির ধৰ্মের স্বাধীনতা :

ভারতীয় সংবিধানের ২৫ নং ধারা অনুযায়ী সকল ব্যক্তি সমানভাবে বিবেকের স্বাধীনতা অনুসারে ধর্মস্বীকার, ধর্মাচরণ ও ধর্ম- প্রচারের স্বাধীনতা ভোগ করবে।

জনশৃঙ্খলা, সদাচার, জনস্বাস্থ্য ও মৌলিক অধিকার সংরক্ষণের স্বার্থে রাষ্ট্র এই মৌলিক অধিকারের ওপর বিভিন্ন বাধা-নিষেধ বা নিয়ন্ত্রণ করতে পারে।

(b) ধর্মীয় সম্প্রদায়ের অধিকার :

ভারতীয় সংবিধানের ২৬ নং ধারায় বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়কে প্রদান করা হয়েছে। সেগুলি হল :

(i) ধর্ম ও ধানের উদ্দেশ্যে সংস্থা স্থাপন ও রক্ষনাবেক্ষন করা
(ii) স্থাবর-অস্থাবর সম্পত্তি অর্জন করতে ও মালিক হতে পারবে এবং আইন অনুযায়ী সম্পত্তি পরিচালন করতে পারবে।

জনশৃঙ্খলা, সদাচার, জনস্বাস্থ্য ও মৌলিক অধিকার সংরক্ষণের স্বার্থে রাষ্ট্র এই ধর্মীয় সম্প্রদায়ের অধিকারের ওপর বিভিন্ন বাধা-নিষেধ বা নিয়ন্ত্রণ করতে পারে।

(c) ধর্মীয় কর প্রদান থেকে নিষ্কৃতি :

ভারতীয় সংবিধানের ২৭ নং ধারা অনুযায়ী কোন ধর্ম বা সম্প্রদায়ের প্রসার বা রক্ষনাবেক্ষনের জন্য কোন সম্প্রদায় বা ব্যক্তিকে কর দিতে বাধ্য করা যাবে না।

(d) শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষায় বাধা নিষেধ :

(i) পুরোপুরি সরকারি অর্থে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মশিক্ষা সম্পূর্ণ নিষিদ্ধ
(ii) সরকার কর্তৃক স্বীকৃত বা আংশিকভাবে পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষা নিষিদ্ধ নয়। তবে প্রাপ্ত বয়স্ক শিক্ষাথীদের জন্য নিজেদের এবং অপ্রাপ্ত বয়স্ক শিক্ষাথীদের জন্য অভিভাবকদের সম্মতি দরকার।
(iii)  সম্পূর্ণ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ধর্ম শিক্ষা দানের কোন বিধি আরোপ করা হয় নি।

৫. সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার :

যারা সংখ্যালঘু, তারা যাতে নিজেদের ভাষা, লিপি ও সংস্কৃতি রক্ষা করতে পারে সেই উদ্দেশ্যে এই বিশেষ মৌলিক অধিকার – শিক্ষা ও সংস্কৃতির অধিকার। সংখ্যালঘুরা যাতে নিজেদের ভাষা ও সংস্কৃতিকে রক্ষা করতে পারে তাই ভারতীয় সংবিধানে বিশেষ কিছু সুযোগ প্রদান করা হয়েছে। এই সুযোগগুলিকে কাজে লাগিয়ে নিজেদের ভাষা ও লিপিকে নিজেদের বিদ্যাচর্চার মাধ্যম রূপে ব্যবহার করতে পারে।

৬. শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার :

এই অধিকারটিকে ডঃ বি আর আম্ববেদকার ” সংবিধানের প্রাণ ও আত্মা ” রূপে বর্ণনা করেছেন।

যদি কোন নাগরিকের মৌলিক অধিকার খর্ব করা হয় বা খর্ব করার চেষ্টা করা হয় তাহলে তিনি তার এই ” শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার ” প্রয়োগ করে সরাসরি হাইকোর্ট বা সুপ্রিমকোর্টের দ্বারস্থ হতে পারেন। বিষয়টি শোনার পর যদি মহামান্য আদালত মনে করে, এই ক্ষেত্রে উক্ত ব্যক্তির মৌলিক অধিকারগুলির মধ্যে এক বা একাধিক অধিকার খর্ব করা হয়েছে, তাহলে রিট ইসু করার মাধ্যমে আবেদনকারীর প্রতি নেয় বিচার করবে।

যদি কোনও নাগরিক বা সংগঠন দেখে কোনও ক্ষেত্রে এক বা একাধিক নাগরিকের মৌলিক অধিকার খর্ব করা হচ্ছে তাহলে তারা ” জনস্বার্থ মামলা ” দায়ের করার মাধ্যমে হাইকোর্টের বা সুপ্রিমকোর্টের দৃষ্টি আকর্ষণ করতে পারে।

বিট বা লেখ কাকে বলে ?

ভারতের নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার দায়িত্ব ডসের বিচার ব্যাবস্থার স্কন্ধে। কোনও নাগরিকের মৌলিক অধিকার খর্ব হলে তারা সরাসরি হাইকোর্ট বা সুপ্রিমকোর্টের দ্বারস্থ হতে পারে। মৌলিক অধিকার খর্বের ঘটনা ঘটলে সুপ্রিমকোর্ট বা হাইকোর্ট এই পাঁচটি রিট বা লেখ জারি করে। সেগুলি হল :

(a) বন্দী প্রত্যক্ষীকরণ [ Habeas Corpus ] :

Habeas Corpus ” একটি ল্যাটিন শব্দ, যার অর্থ ” সশরীরে হাজিরা করা “। এই রিটের মাধ্যমে আদালত আটককারী কৰ্তৃপক্ষকে নির্দেশ দেয় আটক ব্যাক্তিকে অবিলম্বে হাজির করতে। আটক বিধিসম্মত না হলে আদালত আটক ব্যাক্তিকে মুক্তির নির্দেশ দেয়।

(b) পরমাদেশ [ Mandamas ] :

Mandamas ” এর অর্থ ” We Order “। আদালত এই রিটের মাধ্যমে সরকার, সরকারি ব্যাক্তি বা প্রতিষ্ঠানকে তার আইনানুগ কর্তব্য পালনের নির্দেশ দেয়।

(c) প্রতিষেধ [ Prohibition ] :

Prohibition ” এর অর্থ ” নিষেধ করা “। এই রিটের মাধ্যমে উর্দ্ধতন আদালত নিম্নতন আদালতকে নিজ সীমার মধ্যে কাজ করার নির্দেশ দেয়।

(d) অধিকার পৃচ্ছা [ Quo – Warranto ] :

Quo – Warranto ”  শব্দের অর্থ ” কোন অধিকারে ” আইনসঙ্গতভাবে কোনও বিশেষ পদে নিযুক্ত না হয়েও কোনও ব্যাক্তি সেই পদ দাবি করলে তার বৈধতা বিচারের জন্য এই লেখ জারি করা হয়।দাবি আইনসঙ্গত না হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে পদ্যচুত করা হয়।

(e) উৎপ্রেষণ [ Certiorari ] :

Certiorari ” শব্দের অর্থ ” একটি প্রত্যয়িত আদেশ “। নিম্নতম আদালত বা বিচার কার্যের ক্ষমতা যুক্ত প্রতিষ্ঠান নিজ এক্তিয়ারে বাইরে গেলে এই রিটের সাহায্যে মামলাকে ঊর্ধ্বতন আদালতে স্থানান্তরিত করা যায় এবং এক্তিয়ার বহির্ভূত সিদ্ধান্তকে বাতিল করা যায়।

মৌলিক অধিকার MCQ :

১. নিম্নলিখিত কোনটি মৌলিক অধিকার নয় ?
a. সম্পত্তির অধিকার
b. একজায়গায় শান্তিপূর্ণভাবে একত্রিত হওয়ার অধিকার
c. দেশের যেকোন প্রান্তে স্বাধীনভাবে ঘোরাফেরা করার অধিকার
d. সংবিধানের প্রতিবিধানের অধিকার
Ans: a

২. ভারতের সংবিধানে কোন পার্টে মৌলিক অধিকার সংক্রান্ত আলোচনা আছে ?
a. পার্ট ফোর
b. পার্ট ফোর এ
c. পার্ট ফাইভ
d. পার্ট থ্রি
Ans: d

৩. ” Habeas Corpus ” শব্দটির সঠিক ব্যঞ্জনা
a. কোনও ব্যক্তিকে জেলের ভেতর আটকে রাখা
b. কোনও ব্যক্তিকে সশরীরে হাজিরা করা
c. কোনও ব্যাক্তিকে অপসারণ করা
d. উপরোক্ত কোনটি নয়
Ans: b

৪. ভারতের সংবিধানের ২৪ নং ধারায় কোনও কারখানায় শিশুদের নিয়োগ নিষিদ্ধ হয় যদি তাদের বয়স হয়
a. ১৪ বছরের কম
b. ১২ বছরের কম
c. ৭ বছরের কম
d. ১৫ বছরের কম
Ans : a

৫.  নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি মৌলিক অধিকার নয় ?
a. সমতার অধিকার
b. ধর্মের স্বাধীনতার অধিকার
c. ধর্মঘট করার অধিকার
d. শোষণের বিরুদ্ধে অধিকার
Ans: c

৬. কোন মৌলিক অধিকারটিকে ডঃ বি আর আম্ববেদকার সংবিধানের হৃদয় ও আত্মারূপে বর্ণনা করেছে ?
a. সম্পত্তির অধিকার
b. ধর্মের অধিকার
c. সাংবিধানিক প্রতিবিধানিক অধিকার
d. উপরোক্ত সবক’টি
Ans: c

৭. বর্তমানে ভারতের সংবিধানে কয়টি মৌলিক অধিকার আছে ?
a. ৬
b. ৭
c. ৮
d. ৯
Ans: b

৮. ভারতের সংবিধানের অন্তর্ভুক্ত ‘ শোষণের বিরুদ্বে অধিকার ‘ রক্ষা করে ?
a. শিশুদের
b. শ্রমিকদের
c. সরকারি চাকুরেদের
d. আইনসভার সদস্য
Ans: a

৯. নিম্নলিখিত কোন রিটটি ব্যক্তিগত স্বাধীনতার নিশ্চয়তা প্রদান করে ?
a. Mandamas
b. Habeas Corpus
c. Certiorari
d. Quo – Warranto
Ans : b

১০. কোন মৌলিক অধিকার রক্ষার উদ্দেশ্যে পাশ করা হয়েছে অস্পৃশ্যতা নিষিদ্বকরণ আইন ?
a. সাম্যের অধিকার
b. শোষণের বিরুদ্বে অধিকার
c. সাংস্কৃতিক ও শিক্ষা সংক্রান্ত অধিকার
d. স্বাধীনতার অধিকার
Ans:  a

১১. ভারতীয় সংবিধানের কত নং ধারায় নাগরিকদের মৌলিক স্বাধীনতার প্রদানের অঙ্গীকারের কথা বলা হয়েছে ?
a. ১৪ নম্বর
b. ১৫ নম্বর
c. ১৯ নম্বর
d. ২১ নম্বর
Ans : c

১২. ভারতের সংবিধানের ১৯ নম্বর ধারার বিষয়বস্তু হল
a. সাম্যের অধিকার
b. ধর্মীয় স্বাধীনতার অধিকার
c. শোষণের বিরুদ্বে অধিকার
d. স্বাধীনতার অধিকার
Ans : d

১৩. মৌলিক অধিকার কার্যকর করার দায়িত্ব কোন বিচালয়ের ?
a. সুপ্রিমকোর্ট
b. হাইকোর্ট
c. জেলা আদালত
d. a ও b উভয়ই
Ans :  d

১৪. সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে মৌলিক অধিকার খর্ব হলে, ভারতের কোন নাগরিক, সরাসরি সুপ্রিমকোর্টের দ্বারস্থ হতে পারে ?
a. ৩১ নম্বর
b. ২৯ নম্বর
c. ৩২ নম্বর
d. ৩৩ নম্বর
Ans : c

১৫. ভারতীয় সংবিধানের ২৫ নং ধারায় উল্লেখ আছে –
a. সাংস্কৃতিক ও শিক্ষা সংক্রান্ত অধিকার
b. ধর্মের স্বাধীনতার অধিকার
c. শোষণের বিরুদ্ধে অধিকার
d. সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মশিক্ষার ওপর নিষেধাজ্ঞা
Ans : b

১৬. মৌলিক অধিকারগুলি স্থগিত রাখার আদেশ দিতে পারেন –
a. সংসদ
b. সংসদের অনুমোদন সাপেক্ষে রাষ্ট্রপতি
c. সর্বোচ্চ আদালতের সুপারিশক্রমে রাষ্ট্রপতি
d. মন্ত্রিসভার অনুমতিক্রমে রাষ্ট্রপতি
Ans : d

১৭. কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বহির্ভুত করা হয় ?
a. ৪০ তম
b. ৪১ তম
c. ৪৩ তম
d. ৪৪ তম
Ans : d

১৮. নিম্নলিখিত কোন অধিকারটি বর্তমানে একটি সংবিধান প্রদত্ত অধিকার নয় ?
a. সাম্যের অধিকার
b. স্বাধীনতার অধিকার
c. সম্পত্তির অধিকার
d. শোষণের বিরুদ্বে অধিকার
Ans : c

১৯. নিম্নলিখিত কোনটি মৌলিক অধিকার নয় ?
a. শোষণের বিরুদ্বে অধিকার
b. একই কাজের জন্য একই পরিশ্রম
c. ইকুয়ালিটি ল
d. ধর্মের অধিকার
Ans : b

২০. ভারতীয় সংবিধানের কোন ধারায় যে কোনো ধরণের অস্পৃশ্যতাকে অসাংবিধানিক হিসাবে ঘোষণা করা হয়েছে ?
a. ৪৪ নং ধারা
b. ১৪ নং ধারা
c. ৪৫ নং ধারা
d. ১৭ নং ধারা
Ans : d

২১. কোন মৌলিক অধিকার অনুযায়ী শিখরা ‘ কৃপাণ ‘ বহন করতে পারে ?
a. ধর্মীয় স্বাধীনতার অধিকার
b. স্বাধীনতার অধিকার
c. সাম্যের অধিকার
d. সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার
Ans: a

২২. নিম্নলিখিত কোন অধিকারগুলির মধ্যে কোনটি বিদেশীরাও পেতে পারেন –
a. বাক ও মতামতের প্রকাশের স্বাধীনতা
b. সরকারি চাকরি পাওয়ার অধিকার
c. চলাচল, বসবাস ও পেশার অধিকার
d. সাংবিধানিক প্রতিবিধানের অধিকার
Ans : d

২৩. কোন মৌলিক অধিকারকে নিয়ে সবচেয়ে বেশিবার আইনি জটিলতা সৃষ্টি হয়েছে ?
a. বাক স্বাধীনতার অধিকার
b. শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার
c. সম্পত্তির অধিকার
d. ধর্মীয় স্বাধীনতার অধিকার
Ans : c

২৪. সাম্যের অধিকার সংবিধানের কোন কোন অনুচ্ছেদে বর্ণিত হয়েছে ?
a. ১৪-১৮ নং অনুচ্ছেদ
b. ১৯-২২ নং অনুচ্ছেদ
c. ২০-২২ নং অনুচ্ছেদ
d. ২৩-২৪ নং অনুচ্ছেদ
Ans : a

২৫.  শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার সংবিধানে কোন ধারায় উল্লেখিত হয়েছে ?
a. ১৯ নং ধারায়
b. ২০ নং ধারায়
c. ২১ নং ধারায়
d. ৩২ নং ধারায়
Ans : d

২৬. মৌলিক অধিকারের মূল উদ্দেশ্য হল –
a. বিচারবিভাগের নিরাপত্তা নিশ্চিত করা
b. সামাজিক সমাজ প্রতিষ্ঠা করা
c. ব্যক্তিগত স্বাধীনতা নিশ্চিত করা
d. উপরোক্ত কোনটি নয়
Ans : c

২৭. ধর্মীয় স্বাধীনতার অধিকার সংবিধানের কোন কোন ধারায় উল্লিখিত আছে ?
a. ১৪-১৮ নং ধারায়
b. ১৯-২২ নং ধারায়
c. ২৩-২৪ নং ধারায়
d. ১৫-২৮ নং ধারায়
Ans : d

২৮. সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার সংবিধানের কোন কোন ধারায় উল্লিখিত আছে ?
a. ১৪-১৮ নং ধারায়
b. ১৯-২২ নং ধারায়
c. ২৯-৩০ নং ধারায়
d. ৩২ নং ধারায়
Ans : c

২৯. সংবিধানের কোন কোন ধারা কোনও অবস্থাতেই স্থগিত রাখা যায় না ?
a. ১৪ ও ১৫ নং ধারা
b. ১৬ ও ১৭ নং ধারা
c. ২০ ও ২১ নং ধারা
d. ২৯ ও ৩০ নং ধারা
Ans : c

৩০. ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার স্থগিত রাখা হয় –
a. জাতীয় জরুরি অবস্থা জারি হলে
b. যে কোনও ধরনের জরুরি অবস্থা জারি হলে
c. সুপ্রিমকোর্টের অনুমতি নিয়ে
d. যুদ্ধ ঘোষিত হলে
Ans : a

৩১. কোন মৌলিক অধিকার নিবর্তনমূলক দ্বারা সংযত হয় ?
a. সাম্যের অধিকার
b. স্বাধীনতার অধিকার
c. ধর্মীয় স্বাধীনতার অধিকার
d. শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার
Ans : b

৩২. মৌলিক অধিকার রদ করতে পারেন –
a. রাষ্ট্রপতি
b. প্রধানমন্ত্রী
c. রাজ্যপাল
d. সুপ্রিমকোর্ট
Ans : a

৩৩. ভারত সরকার ভারতরত্ন বা পদ্মশ্রী খেতাব প্রদান করেন
a. ১৪ নং অনুচ্ছেদের অধীনে
b. ১৮ নং অনুচ্ছেদের অধীনে
c. ২২ নং অনুচ্ছেদের অধীনে
d. ২৫ নং অনুচ্ছেদের অধীনে
Ans : b

৩৪. মৌলিক অধিকার সংশোধনের অধিকার আছে
a. রাষ্ট্রপতির
b. প্রধানমন্ত্রীর
c. সংসদের
d. সুপ্রিমকোর্টের
Ans : c

৩৫. বর্তমানে সম্পত্তির অধিকার হল
a. আইনগত অধিকার
b. মৌলিক অধিকার
c. মানবাধিকার
d. প্রাকৃতিক অধিকার
Ans : a

৩৬. মৌলিক অধিকার বলবৎ করার জন্য আদালত জারি করতে পারে ?
a. লেখ
b. আদেশ
c. অর্ধ্যাদেশ
d. বিজ্ঞপ্তি
Ans : a

৩৭. শোষণের বিরুদ্বে অধিকার সংবিধানের কোন কোন ধারায় উল্লিখিত আছে ?
a. ১৯-২২ নং ধারায়
b. ২৩-২৪ নং ধারায়
c. ২৫-২৮ নং ধারায়
d. ২৯-৩০ নং ধারায়
Ans : d

৩৮. সুপ্রিকোর্টে বা হাইকোর্ট মোট কত ধরনের রিট জারি করতে পারে ?
a. ৩
b. ৪
c. ৫
d. ৬
Ans : c

৩৯. ভারতীয় সংবিধানের কত নং ধারার অধীনে ভারত সরকার ‘ ভারতরত্ন ‘ ও ‘ পদ্রশ্রী ‘ পুরস্কার প্রদান করে ?
a. ১৪ নং
b. ১৭ নং
c. ১৮ নং
d. ২৯ নং
Ans : c

৪০. ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার অন্তর্ভুক্ত হয়েছে সংবিধানের –
a. তৃতীয় ভাগে
b. চতুর্থ ভাগে
c. পঞ্চম ভাগে
d. ষষ্ঠ ভাগে
Ans : a

৪১. মূল সংবিধানে ভারতীয় নাগরিকদের মূল অধিকারের সংখ্যা ছিল –
a. ৬ টি
b. ৭টি
c. ৮টি
d. ৯ টি
Ans : b

৪২. ভারতীয় সংবিধানের কেন ধারায় আদালতকে ক্ষমতা দেওয়া হয়েছে মৌলিক অধিকারগুলিকে বাতিল করা যাবে না ?
a. ১৩ নং ধারা
b. ১৪ নং ধারা
c. ১৫ নং ধারা
d. ১৬ নং ধারা
Ans : a

৪৩. ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে সংখ্যালঘু শ্রেণী তাদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান নিজেরাই স্থাপন ও রক্ষণাবেক্ষণ করতে পারবে ?
a. ২৫ নং ধারা
b. ২৮ নং ধারা
c. ২৯ নং ধারা
d. ৩০ নং ধারা
Ans : d

৪৪. ভারতীয় সংবিধান অনুসারে গ্রেপ্তার বা আটক ব্যক্তি কোন সুযোগটি ভোগ করে ?
a. গ্রেপ্তারের কারণ জানতে পারা
b. পছন্দ মতো আইনজিবির সাথে পরামর্শ করা
c. আত্মপক্ষ সমর্থনের অধিকার
d. উপরোক্ত সবগুলি
Ans : d

৪৫. ভারতীয় সংবিধানের পার্ট থ্রি এবং পার্ট ফোর মধ্যে বিরোধ বাধলে, সংবিধান অনুসারে অংশটি কার্যকর হবে ?
a. পার্ট থ্রি
b. পার্ট ফোর
c. উভয়েই
d. দুটি অংশ বাতিল হবে
Ans : a

৪৬. ৪৪ তম সংবিধান সংশোধনীর পূর্বে সম্পত্তির অধিকার বর্ণিত হয়েছিল ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় ?
a. ৩১
b. ৩২
c. ১৫
d. ১৯
Ans : a

৪৭. সরকারী কোনও পদে কোনও ব্যক্তি অন্যায়ভাবে দখল করে থাকলে সুপ্রিমকোর্ট কোন লেখটি জারি করতে পারে ?
a. পরমাদেশ
b. উৎপ্রেষণ
c. অধিকার পৃচ্ছা
d. প্রতিষেধ
Ans : c


এই পোস্টটি লেখার জন্য কিছু বই এর সাহায্য নেওয়া হয়েছে। পোস্টটিতে কোনো রকম ভুল  থাকলে অথবা আপনার কোনো মতামত থাকলে আমাদের সাথে contact@netstudy.in যোগাযোগ করুন।
আশা করি এই পোস্টটি ভালো লেগেছে। পোস্টটি ভালো লাগলে কমেন্ট এ জানাবেন এবং সবার সাথে শেয়ার করবেন।

 

Share your love

Leave a Reply