ECIL Recruitment 2025: ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (ECIL) নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই ECIL Recruitment 2025 অনুযায়ী মোট ৯০টি পদে কর্মী নিয়োগ (ECIL নিয়োগ ২০২৫) হবে। পোস্টিং থাকবে দেশের বিভিন্ন শহরে যেমন কলকাতা, মুম্বাই, বেঙ্গালুরু, দিল্লি, পারাদ্বীপ প্রভৃতি জায়গায়। এই চাকরি হবে চুক্তিভিত্তিক (Contract Basis) এবং প্রার্থীদের বেছে নেওয়া হবে Walk-in Interview এর মাধ্যমে। অর্থাৎ, অনলাইনে আবেদন করার দরকার নেই , নির্দিষ্ট দিনে সরাসরি সাক্ষাৎকারে হাজির হলেই চলবে।
Table Of Contents
কী যোগ্যতা লাগবে?
- টেকনিক্যাল অফিসার পদে আবেদন করতে হলে প্রার্থীদের B.E./B.Tech (ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, কম্পিউটার) বিষয়ে ডিগ্রি থাকতে হবে।
- অন্তত ৬০% নম্বর থাকা জরুরি।
- ন্যূনতম ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- প্রজেক্ট ইঞ্জিনিয়ার পদের ক্ষেত্রে বয়সের সীমা ৩৩ বছর, এবং অন্যান্য পদের ক্ষেত্রে সর্বাধিক ৩০ বছর।
- সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।
চাকরির বিবরণ
বিষয় | তথ্য |
---|---|
প্রতিষ্ঠান: | ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড (ECIL) |
পদ: | প্রজেক্ট ইঞ্জিনিয়ার, টেকনিক্যাল অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট ইঞ্জিনিয়ার, সিনিয়র ও জুনিয়র আর্টিসান |
মোট শূন্যপদ: | ৯০টি |
চাকরির ধরন: | চুক্তিভিত্তিক (Contract Basis) |
চুক্তির মেয়াদ: | ১ বছর (দক্ষতার ভিত্তিতে সর্বাধিক ৪ বছর পর্যন্ত বাড়ানো যাবে) |
বেতন: | ২৩,২১৮ – ৫৫,০০০ টাকা প্রতি মাসে |
নিয়োগ প্রক্রিয়া: | ইন্টারভিউয়ের মাধ্যমে |
কর্মস্থল: | কলকাতা, বেঙ্গালুরু, মুম্বাই, নয়া দিল্লি, পারাদ্বীপ সহ বিভিন্ন শহরে |
অফিসিয়াল ওয়েবসাইট: | www.ecil.co.in |
আবেদন প্রক্রিয়া
- ECIL Walk-in Interview 2025-এ সরাসরি অংশ নিতে হবে।
- আবেদনপত্র আগেভাগে জমা দেওয়ার দরকার নেই।
- ইন্টারভিউয়ের দিন প্রার্থীদের সঙ্গে জীবনবৃত্তান্ত (CV), শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, বয়সের প্রমাণপত্র, কাজের অভিজ্ঞতার নথি, ফটো আইডি প্রুফ রাখতে হবে
কীভাবে আবেদন করবেন?
- প্রার্থীদের নির্দিষ্ট তারিখে সরাসরি ইন্টারভিউতে যেতে হবে।
- কলকাতার জন্য ECIL Kolkata Interview Date নির্ধারিত হয়েছে ১৮ অক্টোবর ২০২৫।
- অন্য শহরগুলির জন্য আলাদা তারিখ ও ভেন্যু দেওয়া আছে ECIL Official Website-এ।
বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন: www.ecil.co.in
কবে আবেদনের শেষ তারিখ?
- যেহেতু এটি একটি Walk-in Interview, তাই আলাদা করে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ নেই।
- ইন্টারভিউয়ের দিনই প্রার্থীদের উপস্থিত থাকতে হবে নির্দিষ্ট স্থানে।
বেতন
- প্রতি মাসে ২৩,২১৮ থেকে ৫৫,০০০ টাকা বেতন দেওয়া হবে।
- কাজের দক্ষতার উপর ভিত্তি করে চুক্তির মেয়াদ সর্বাধিক ৪ বছর পর্যন্ত বাড়ানো হতে পারে।
গুরুত্বপূর্ণ লিংক
যোগ্য প্রার্থীরা দেরি না করে এখনই প্রস্তুতি নিন এবং ECIL Walk-in Interview 2025-এ অংশ নিন।