
দামোদর ভ্যালি কর্পোরেশনে মোট ১৬টি শূন্যপদে কর্মী প্রয়োজন। সম্প্রতি কেন্দ্রের শক্তি মন্ত্রকের অধীনস্থ এই সংস্থার তরফে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, খনি সংক্রান্ত বিভাগে ওভারম্যান পদে কর্মী নেওয়া হবে। ইতিমধ্যে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়ে গিয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
নিয়োগ হবে ওভারম্যান পদে। সংশ্লিষ্ট কর্মীদের ডিভিসি-র অধীনস্থ বিভিন্ন খনি অঞ্চলে দায়িত্ব পালন করতে হবে। কাজের মধ্যে থাকবে খনি এলাকায় নিরাপত্তা তদারকি, উৎপাদন সংক্রান্ত নজরদারি এবং দৈনন্দিন কার্যক্রম পরিচালনা। মোট শূন্যপদের সংখ্যা ১৬। এই নিয়োগ চুক্তিভিত্তিক এবং প্রাথমিকভাবে কাজের মেয়াদ পাঁচ বছর নির্ধারিত হয়েছে, যা শর্তসাপেক্ষে আরও দু’বছর পর্যন্ত বাড়তে পারে।
যোগ্য প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৫৫ বছরের মধ্যে থাকতে হবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের ক্ষেত্রে বয়সে ছাড় প্রযোজ্য হবে। নির্ধারিত বেতন কাঠামো অনুযায়ী মাসিক ৪৫ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হবে, অন্যান্য ভাতা সহ।
শিক্ষাগত যোগ্যতার শর্তে উল্লেখ রয়েছে, আবেদনকারীদের মাইনিং ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে। এর সঙ্গে ডিরেক্টরেট জেনারেল অফ মাইনিং সেফটি ফর কোল প্রদত্ত ওভারম্যান সার্টিফিকেশন বাধ্যতামূলক। পাশাপাশি, ন্যূনতম তিন বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। অন্যান্য যোগ্যতার শর্ত মূল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন। প্রার্থীদের নির্ধারিত আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। আবেদনমূল্য সংক্রান্ত কোনও তথ্য বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১০ জানুয়ারি।
নিয়োগ প্রক্রিয়া অনুসারে স্কিল টেস্ট অথবা ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে। পরীক্ষা বা ইন্টারভিউ সূচি পরে জানানো হবে। বিস্তারিত তথ্য অফিসিয়াল ওয়েবসাইট থেকে পাওয়া যাবে।

নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ, Netstudy-এর Co-Founder। সরকারি চাকরি, রাষ্ট্রায়ত্ত সংস্থা ও নিয়োগ সংক্রান্ত বিশ্বাসযোগ্য ও তথ্যভিত্তিক আপডেট শেয়ার করি।



