ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে কর্মী নিয়োগ! মাসে ৪৫ হাজার থেকে শুরু বেতন

টেলিগ্রামে যুক্ত হোন

bharat-electronics-limited-trainee-engineer-recruitment

সম্প্রতি ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে কর্মী নিয়োগ- এর বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে, মোট ১৯১ টি পদে নিয়োগের কথা বলা হয়েছে। ভারতের যে কোনো নাগরিক এই পদের জন্য আবেদন করতে পারবেন। আজকের পোস্টে, আবেদন পদ্ধতি, বেতন, বয়সসীমা সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো।

ভারত ইলেকট্রনিক্স লিমিটেডে কর্মী নিয়োগ সংক্রান্ত বিবরণ:

পদের নাম: Trainee Engineer
মোট শূন্যপদ: ১৯১ টি
বয়সসীমা: এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন: ৩০,০০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদন করার জন্য যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Electronics/ Electronics & Communication/ Electronics & Telecommunication/ Electrical and Electronics/ Electrical/ Communication/Mechanical/ Computer Science/ Information Science/ Information Technology নিয়ে B.E/ B.Tech/ B.Sc ডিগ্রীতে পাস করতে হবে।

পদের নাম: Project Engineer
মোট শূন্যপদ: ১৪ টি
বয়সসীমা : আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে।
মাসিক বেতন: ৪৫,০০০ টাকা।
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদন করার জন্য যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Electronics/ Electronics & Communication/ Electronics & Telecommunication/ Electrical and Electronics/ Electrical/ Communication/Mechanical/ Computer Science/ Information Science/ Information Technology – তে B.E/ B.Tech/ B.Sc পাস করা আবশ্যক।

আবেদন পদ্ধতি:  আগ্রহী চাকরিপ্রার্থীরা সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে পারেন। আবেদন করতে, প্রার্থীদের https://jobapply.in/bel2023JUNBNG/ ওয়েবসাইটে যেতে হবে। উপযুক্ত তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করার পর রিসিপ্ট কাগজটি নিজের কাছে রেখে দিতে হবে। আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই একটি বৈধ মোবাইল নম্বর এবং বৈধ ইমেল আইডি থাকতে হবে।

নিয়োগ পদ্ধতি: লিখিত ও ইন্টারভিউ পদ্ধতির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।

Screenshot-indian-navy

আবেদন ফি: General, EWS এবং OBC প্রার্থীদের Trainee Engineer পদের জন্য ১৭৭/- টাকা এবং Project Engineer পদের জন্য ৪৭২/- টাকা এককালীন আবেদন ফি জমা করতে হবে। তপশীলি জাতিভুক্ত প্রার্থীদের কোনো আবেদন ফি প্রযোজ্য নয়। SBI Collect সেবার মাধ্যমে আবেদনকারীদের আবেদন ফি প্রদান করতে হবে।

Screenshot-indian-navy-fees

আবেদনের শেষ তারিখ: ২৪ জুন, ২০২৩

Official Notification: Download Now
Official Website: Apply Now

Share your love

Leave a Reply