
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন অগ্রণী সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড (BEL) বড়সড় নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। ট্রেনি ইঞ্জিনিয়ার-১ এবং ট্রেনি অফিসার-১ পদে মোট ১১৯ জন দক্ষ কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে এই নবরত্ন সংস্থা। সম্পূর্ণ অস্থায়ী বা চুক্তির ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে বিজ্ঞপ্তি মারফত জানা গিয়েছে। দেশের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল যেমন – শিলং, জম্মু-কাশ্মীর, লেহ-লাদাখ এবং দিল্লিতে নিযুক্তদের পোস্টিং দেওয়া হবে।
যোগ্যতার নিরিখে ট্রেনি ইঞ্জিনিয়ার পদের জন্য প্রার্থীদের ইলেকট্রনিক্স, মেকানিক্যাল বা কম্পিউটার সায়েন্সের মতো নির্দিষ্ট শাখায় বিই, বিটেক কিংবা বিএসসি ডিগ্রি থাকা বাধ্যতামূলক। অন্যদিকে, ট্রেনি অফিসার পদের জন্য পৃথক যোগ্যতার মাপকাঠি ধার্য করা হয়েছে। উভয় পদের ক্ষেত্রে সাধারণ আবেদনকারীদের বয়সসীমা অনূর্ধ্ব ২৮ বছর রাখা হলেও সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের বিশেষ ছাড় পাবেন। নিযুক্তদের মাসিক সাম্মানিক হিসেবে ৩০,০০০ টাকা দেওয়া হবে, যার পাশাপাশি নিয়ম মেনে অন্যান্য ভাতাও পাওয়া যাবে।
ট্রেনি ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে প্রাথমিক চুক্তির মেয়াদ দুই বছর নির্ধারিত হয়েছে, যা সন্তোষজনক কাজের নিরিখে আরও এক বছর বৃদ্ধি পেতে পারে। আগ্রহী প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া কিউআর কোড স্ক্যান করে অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। সাধারণ ও ওবিসি প্রার্থীদের জন্য আবেদনমূল্য হিসেবে ১৫০ টাকা ধার্য করা হয়েছে, তবে সংরক্ষিত প্রার্থীদের কোনও ফি লাগবে না। আগামী ৯ জানুয়ারি নাম নথিভুক্তকরণের শেষ দিন।
রেজিস্ট্রেশন প্রক্রিয়ার পরেই আগামী ১১ জানুয়ারি নির্দিষ্ট স্থানে লিখিত পরীক্ষার আয়োজন করা হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরই মেধার ভিত্তিতে চূড়ান্ত নিয়োগপত্র দেওয়া হবে বলে সংস্থার তরফে সাফ জানানো হয়েছে। এই নিয়োগ সংক্রান্ত সবিস্তার তথ্য ও শর্তাবলি জানতে ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের অফিশিয়াল ওয়েবসাইট www.bel-india.in দেখে নিতে হবে।

নমস্কার বন্ধুরা, আমি সুরজিৎ, Netstudy-এর Co-Founder। সরকারি চাকরি, রাষ্ট্রায়ত্ত সংস্থা ও নিয়োগ সংক্রান্ত বিশ্বাসযোগ্য ও তথ্যভিত্তিক আপডেট শেয়ার করি।



