কেন্দ্রীয় প্রকল্পে মাসে ২০ হাজার! কল্যাণী এমস-এ নার্স নিয়োগ, আবেদন করবেন কীভাবে?

টেলিগ্রামে যুক্ত হোন
aiims-kalyani-psychiatry-nurse-recruitment-2026

তিলোত্তমা সংলগ্ন কল্যাণীর অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS)-এ ফের কাজের বড় সুযোগ তৈরি হয়েছে। প্রতিষ্ঠানের সাইকিয়াট্রি বা মনোরোগ বিভাগের পক্ষ থেকে নার্স নিয়োগের একটি বিজ্ঞপ্তি সম্প্রতি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি মারফত জানা গিয়েছে, কেন্দ্রীয় সামাজিক ন্যায় এবং ক্ষমতায়ন মন্ত্রকের অর্থপুষ্ট ‘ন্যাশনাল অ্যাকশন প্ল্যান ফর ড্রাগ ডিম্যান্ড রিডাকশন’ শীর্ষক প্রকল্পে এই নিয়োগ সম্পন্ন হবে।

নিযুক্ত ব্যক্তিকে প্রাথমিক পর্যায়ে চুক্তির ভিত্তিতে আগামী ১১ মাস এই গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় প্রকল্পে কাজ করতে হবে। পদের গুরুত্ব অনুযায়ী মনোনীত প্রার্থীকে প্রতি মাসে ২০,০০০ টাকা সাম্মানিক দেওয়া হবে। পদটি আপাতত অস্থায়ী হলেও, কেন্দ্রীয় মন্ত্রকের তত্ত্বাবধানে কাজের অভিজ্ঞতা আগামী দিনে পেশাগত উৎকর্ষ বৃদ্ধির ক্ষেত্রে বড় মাইলফলক হয়ে উঠতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল। ইচ্ছুক আবেদনকারীরা অনলাইনেই সারতে পারবেন আবেদনের প্রাথমিক কাজ।

See also  মাসিক সাম্মানিক লক্ষাধিক টাকা! রেলের সংস্থা রাইটস-এ বড় পদের নিয়োগ, আবেদনের শর্ত জানেন কি?

আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হওয়া বাধ্যতামূলক। তবে নিয়ম মেনে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা বয়সের বিশেষ ছাড় পাবেন। শিক্ষাগত যোগ্যতার নিরিখে আবেদনকারীকে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এএনএম (ANM) কোর্স সম্পন্ন করতে হবে। তবে যাঁদের জিএনএম (GNM) বা বিএসসি নার্সিং ডিগ্রি রয়েছে, নিয়োগের দৌড়ে তাঁরাই বাড়তি মাইলেজ বা অগ্রাধিকার পাবেন বলে সাফ জানানো হয়েছে। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি প্রার্থীদের মেধা ও কর্মদক্ষতা যাচাই করতে বিশেষ স্কিল টেস্ট বা পরীক্ষার আয়োজন করবে এমস কর্তৃপক্ষ।

আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তিতে দেওয়া লিঙ্কে গিয়ে সমস্ত নথিপত্র আপলোড করার পাশাপাশি নির্দিষ্ট ই-মেল আইডিতেও আবেদনপত্রের কপি পাঠাতে হবে। আগামী ৭ জানুয়ারি পর্যন্তই মিলবে আবেদনের সময়। এই নিয়োগ সংক্রান্ত সবিস্তার তথ্য ও শর্তাবলি জানতে আজই কল্যাণী এমস-এর অফিশিয়াল ওয়েবসাইট www.aiimskalyani.edu.in দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *