ভুবনেশ্বর আইআইটি-তে ১০০-র বেশি শূন্যপদে নিয়োগ, ২ লক্ষ টাকার বেশি সাম্মানিক পাওয়ার সুযোগ জানুন

টেলিগ্রামে যুক্ত হোন
iit-bhubaneswar-non-teaching-staff-recruitment-2026

দেশের অন্যতম অগ্রণী শিক্ষা প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT), ভুবনেশ্বর-এ বিপুল সংখ্যক শিক্ষাকর্মী নিয়োগের তোড়জোড় শুরু হয়েছে। প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগে সব মিলিয়ে ১০১ জন দক্ষ কর্মী নিয়োগ করা হবে বলে বিজ্ঞপ্তি মারফত জানা গিয়েছে। বিশেষভাবে উল্লেখ্য যে, এই নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্থায়ী পদের জন্য হতে চলেছে।

প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, লাইব্রেরিয়ান, মেডিক্যাল অফিসার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে স্টাফ নার্স, জুনিয়র ইঞ্জিনিয়ার এবং মাল্টি টাস্কিং স্টাফের মতো একাধিক গুরুত্বপূর্ণ পদে কর্মী নেওয়া হবে। এছাড়া অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার, প্রাইভেট সেক্রেটারি এবং জুনিয়র অ্যাকাউন্ট্যান্টের মতো প্রশাসনিক পদেও ৩৯ জনকে নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পদমর্যাদা অনুযায়ী নিযুক্তদের মাসিক সাম্মানিক ১৮,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ২,১৮,২০০ টাকা পর্যন্ত হতে পারে বলে সাফ জানানো হয়েছে।

See also  কলকাতা মেট্রোতে নতুন কর্মসংস্থান; কোন পদের জন্য মিলবে ৩৭,৫০০ টাকা সাম্মানিক?

যোগ্যতার নিরিখে সংশ্লিষ্ট ক্ষেত্রে পিএইচডি ডিগ্রি অথবা বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং শাখার উচ্চশিক্ষিত প্রার্থীদের আবেদন গ্রহণ করা হবে। তবে কেবল পুঁথিগত বিদ্যা থাকলেই চলবে না। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৩ থেকে ১০ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। আবেদনকারীদের বয়সসীমা ২০ থেকে ৪৫ বছরের মধ্যে নির্ধারিত করা হয়েছে। যোগ্য প্রার্থীদের মেধা যাচাইয়ের জন্য লিখিত পরীক্ষা অথবা সরাসরি ইন্টারভিউয়ের আয়োজন করবে আইআইটি ভুবনেশ্বর কর্তৃপক্ষ।

আগ্রহী প্রার্থীদের প্রতিষ্ঠানের নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আগামী ৮ জানুয়ারি পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়ার সুযোগ পাওয়া যাবে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলি জানতে প্রার্থীদের প্রতিষ্ঠানের অফিশিয়াল ওয়েবসাইট www.iitbbs.ac.in নিয়মিত অনুসরণ করার পরামর্শ দেওয়া হচ্ছে।

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *