ICAR IARI Bank Recruitment 2025: কৃষিবিদ্যায় উচ্চশিক্ষিতরা পাবেন গবেষণার সুযোগ, সিনিয়র রিসার্চ ফেলো ও ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ!

টেলিগ্রামে যুক্ত হোন

icar-iari-job-recruitment-2025-senior-research-fellow-field-assistant

ICAR IARI Bank Recruitment 2025: ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ (ICAR)-এ কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানের ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটের নয়া দিল্লির ক্যাম্পাসে কাজের জন্য সিনিয়র রিসার্চ ফেলো এবং ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। মোট শূন্যপদ দু’টি। নিযুক্তের জন্য প্রতি মাসে ১৮,৭৯৭ টাকা থেকে ৪২,০০০ টাকা পারিশ্রমিক হিসাবে বরাদ্দ করা হয়েছে, যা সরকারি চাকরি হিসেবে ক্যারিয়ার গ্রোথের দারুণ সুযোগ দেবে। আবেদনের শেষ তারিখ ২৮ অক্টোবর।

কী যোগ্যতা লাগবে?

সংশ্লিষ্ট পদে কৃষিবিদ্যা, অ্যাগ্রোনমি, এন্টোমোলজি, প্লান্ট প্যাথোলজি, সয়েল সায়েন্স অ্যান্ড এগ্রিকালচারাল কেমিস্ট্রি বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর যোগ্যতা সম্পন্ন ব্যক্তিরা আবেদনের সুযোগ পাবেন। তাঁদের ফিল্ড ওয়ার্ক এবং গবেষণাগারে কাজের পূর্ব অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

  • সিনিয়র রিসার্চ ফেলো (SRF): M.Sc. ডিগ্রি প্রথম শ্রেণিতে বা OGPA ৭.০-এর বেশি, সাথে ফিল্ড অভিজ্ঞতা।
  • ফিল্ড অ্যাসিস্ট্যান্ট: B.Sc. অ্যাগ্রিকালচার বা সমতুল্য, কম্পিউটার দক্ষতা এবং গবেষণা অভিজ্ঞতা।

চাকরির বিবরণ

প্রাথমিকভাবে উল্লিখিত পদে নির্দিষ্ট সময়ের জন্য চুক্তির ভিত্তিতে কাজ চলবে। পরে ওই মেয়াদ বৃদ্ধি করা হতে পারে।

  • পদের সংখ্যা: মোট ২টি (SRF: ১, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট: ১)।
  • পারিশ্রমিক: SRF-এর জন্য ৩৭,০০০ থেকে ৪২,০০০ টাকা + HRA; ফিল্ড অ্যাসিস্ট্যান্টের জন্য ১৮,৭৯৭ টাকা প্রতি মাসে।
  • কাজের জায়গা : IARI-এর নয়া দিল্লির ক্যাম্পাস

আবেদন প্রক্রিয়া

ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অফিসিয়াল ওয়েবসাইট iari.res.in থেকে চাকরির বিজ্ঞপ্তি দেখুন। পরিবারের সদস্য ICAR/IARI-এ কর্মরত থাকলে ঘোষণা করতে হবে। শর্টলিস্ট হলে ই-মেলে খবর আসবে।

কীভাবে আবেদন করবেন?

  • ই-মেল মারফত আবেদনপত্র জমা দিতে হবে। প্রক্রিয়া খুব সহজ।
  • অফিসিয়াল ওয়েবসাইট iari.res.in থেকে ফর্ম ডাউনলোড করুন।
  • ডকুমেন্ট সংযুক্ত করে ই-মেল করুন: [email protected] (মোবাইল: ৯৮৬৮১২৮২৬৬)।

কবে আবেদনের শেষ তারিখ?

  • আবেদনের শেষ তারিখ: ২৮ অক্টোবর ২০২৫।
  • ইন্টারভিউ তারিখ: ৪ নভেম্বর ২০২৫

কৃষি গবেষণায় নতুন শুরু করুন। যোগ্য প্রার্থীরা এখনই আবেদন করুন এবং স্বপ্ন পূরণ করুন! আরও খবরের জন্য সাইট ফলো করুন।

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *