SBI Recruitment 2025 : স্টেট ব্যাঙ্কে বড় নিয়োগ, কোন কোন পদে সুযোগ? বেতন লক্ষাধিক টাকা!

টেলিগ্রামে যুক্ত হোন

sbi-requirements-2025-high-salary-job

SBI Recruitment 2025 : দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)-তে আবারও কর্মী নিয়োগের সুযোগ। সম্প্রতি ব্যাঙ্কের তরফে নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিভিন্ন উচ্চপদে কর্মী নেওয়া হবে দেশের বিভিন্ন শাখায়। যারা স্থায়ী ও ভালো বেতনের চাকরি খুঁজছেন, তাঁদের জন্য এটি বড় সুযোগ।

কী যোগ্যতা লাগবে?

  • স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় নিয়োগ করা হবে নিচের পদগুলিতে —
  • অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার (Product & Research – Forex & Rupee Derivatives)
  • ম্যানেজার (Product & Research – Forex & Rupee Derivatives)
  • ম্যানেজার (Research Analyst)
  • ডেপুটি ম্যানেজার (Economist)

শিক্ষাগত যোগ্যতা

  • ডেপুটি ম্যানেজার (Economist) পদের জন্য প্রার্থীদের অর্থনীতি / ইকোনোমেট্রিক্স / ফিন্যানশিয়াল ইকোনমিক্স / ম্যাথমেটিক্যাল ইকোনমিক্স বিষয়ে ন্যূনতম ৬০% নম্বরসহ স্নাতকোত্তর হতে হবে।
  • অন্যান্য পদগুলির জন্য প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।

অভিজ্ঞতা

  • অন্তত ১ বছরের রিসার্চ বা অ্যানালিটিক্স সংক্রান্ত কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • যাঁদের পিএইচডি ডিগ্রি রয়েছে, তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে।

চাকরির বিবরণ

  • মোট শূন্যপদ: ১০টি
  • কর্মস্থল: মুম্বই সহ দেশের অন্যান্য শহর
  • পদ: নির্বাচিত প্রার্থীদের বিভিন্ন বিভাগের প্রোডাক্ট রিসার্চ, ফরেক্স, ডেরিভেটিভস এবং ইকোনমিক অ্যানালিসিস সংক্রান্ত দায়িত্ব দেওয়া হবে।
  • বেতন: পদ অনুযায়ী মাসিক বেতন ১ লক্ষ টাকারও বেশি হতে পারে, সঙ্গে থাকবে অতিরিক্ত ভাতা ও প্রণোদনা।
  • নিয়োগের ধরন: স্থায়ী ভিত্তিতে (Regular basis)

আবেদন প্রক্রিয়া

এই নিয়োগের জন্য আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। প্রার্থীদের SBI-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং নির্দিষ্ট আবেদনমূল্য ৭৫০ টাকা জমা দিতে হবে (সংরক্ষিত শ্রেণির ক্ষেত্রে ফি মাফ)।

কীভাবে আবেদন করবেন?

  1. অফিসিয়াল ওয়েবসাইটে sbi.co.in/careers যান।
  2. “Current Openings” সেকশনে গিয়ে SBI Recruitment 2025 বিজ্ঞপ্তি নির্বাচন করুন।
  3. অনলাইনে ফর্ম পূরণ করে প্রয়োজনীয় নথি আপলোড করুন।
  4. আবেদন ফি অনলাইনে জমা দিন এবং সাবমিট করুন।

WBSU Recruitment 2025 : ম্যালেরিয়া নিয়ে গবেষণার জন্য গবেষক নিয়োগ, কীভাবে আবেদন করবেন?

কবে আবেদনের শেষ তারিখ?

শেষ তারিখ: ২৮ অক্টোবর ২০২৫

ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করা হবে। নির্বাচিতদের পরবর্তী ধাপের তথ্য ইমেল বা ওয়েবসাইটে জানানো হবে।

অফিসিয়াল ওয়েবসাইট

বিস্তারিত জানতে ও আবেদন করতে ভিজিট করুন:  https://sbi.co.in/careers

যাঁরা অর্থনীতি বা ব্যাংকিং ক্ষেত্রের পেশাদার, তাঁদের জন্য এটি এক দুর্দান্ত সুযোগ। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে উচ্চপদে কাজের অভিজ্ঞতা ও আকর্ষণীয় বেতন দুটিই মিলবে এই নিয়োগে। যোগ্য প্রার্থীরা এখনই আবেদন করুন এবং ২৮ অক্টোবরের আগেই ফর্ম জমা দিন!

Share your love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *